Municipal Elections 2022 Counting Live Updates : শিলিগুড়িতে বাম দুর্গের পতন, ৬ নং ওয়ার্ডে পরাজিত অশোক ভট্টাচার্য, মেয়র হচ্ছেন গৌতম দেব

| Edited By: | Updated on: Feb 14, 2022 | 3:52 PM

Bidhannagar Siliguri Asansol Chandannagar Elections 2022 Result:শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। আজ ভোট গণনা এই চার পুরনিগমে। আজকেই স্থির হয়ে যাবে বোর্ড গঠন করছে কোন দল।

Municipal Elections 2022 Counting Live Updates : শিলিগুড়িতে বাম দুর্গের পতন, ৬ নং ওয়ার্ডে পরাজিত অশোক ভট্টাচার্য, মেয়র হচ্ছেন গৌতম দেব
গ্রাফিক্স : অভীক দেবনাথ

সোমবার চার পুরনিগমের ফলাফল ঘোষণা। ১২ ফেব্রুয়ারি পুর নির্বাচন হয়েছে বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমে। আজ এই চার পুরনিগমেই চূড়ান্ত ফলাফল ঘোষণা। এই চার পুরনিগমে পুরবোর্ড গঠনে কোন দল অগ্রাধিকার পাবে তা চূড়ান্ত হবে ভোট গণনার পর। সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। ৪১ টি ওয়ার্ড সমন্বিত বিধাননগর পুরনিগমে প্রার্থী ২০৩ জন। এই পুরনিগমে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার। বিধাননগর কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে বিধাননগর কলেজে। বিধাননগরের পাশাপাশি ভোট গণনা রয়েছে শিলিগুড়ি পুরনিগমেও। ৪৭ টি ওয়ার্ড সমন্বিত শিলিগুড়ি পুরনিগমে ভোটার সংখ্যা ৪ ক্ষ ২ হাজার। ২০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। শিলিগুড়ি কলেজে ভোট গণনার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি কলেজ চত্বর এবং স্ট্রং রুমে কড়া নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভোটগণনা হবে আসানসোল এবং চন্দননগর পুরনিগমেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Feb 2022 03:44 PM (IST)

    এই জয় মানুষের জয়, বললেন মমতা

    যত বেশি জয় আসবে, তত বেশি করে নম্র হতে হবে। সোমবার রাজ্যের চার পুরনিগমে তৃণমূলের জয় জয়কারের পর এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার তাঁর সরকারের প্রধান লক্ষ্য শিল্পায়ন। একইসঙ্গে কর্মসংস্থান বাড়ানোও তৃণমূল সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

    সবিস্তারে পড়ুন: CM Mamata Banerjee: ‘যত জিতব তত বেশি নম্র হতে হবে’, মানুষকে জয় উৎসর্গ করে বার্তা মমতার

  • 14 Feb 2022 03:43 PM (IST)

    Asansol Municipal Corporation Result Update : এক নজরে আসানসোল পুরনিগমের ফলাফল

    আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ৭ টি আসনে (১৭,১৮,২৭,২৯,৬৯,১০৩, ১০৫ নং ওয়ার্ড)। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে তিনটি আসন (২৫, ২৮, ৫৯ নং ওয়ার্ড)। নির্দল প্রার্থী জিতেছেন তিনটি ওয়ার্ডে (৬৫, ৬৭, ৬৮ নং ওয়ার্ড)। সিপিএম জিতেছে দুটি ওয়ার্ডে (৩৩,৪৩ নং ওয়ার্ড)। টাই হয়েছে ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও সিপিএম প্রার্থীর মধ্যে। দু’জনেরই প্রাপ্ত ভোট ২২৫৮। তারপর দুই প্রার্থীর মধ্যে লটারি করা হয়। লটারিতে নাম ওঠে তৃণমূল প্রার্থী আশা প্রসাদের। তাঁকে জয়ী ঘোষণা করা হয়। তৃণমূলের বড় মুখ মন্ত্রী মলয় ঘটকের ভাই প্রাক্তন মেয়র পারিষদ অভিজিত ঘটক, প্রাক্তন পুরচেয়ারম্যান ও বিদায়ী পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, কংগ্রেস থেকে আসা ইন্দ্রাণী মিশ্র, প্রাক্তন কুলটি পুরচেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি।

  • 14 Feb 2022 01:22 PM (IST)

    Asansol Municipal Corporation Result Ward 31 Update : টস করে 'জয়ী' নির্ধারণ

    আসানসোল পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে টাই হয়েছে। এই ওয়ার্ডে তৃণমূূল ও বাম প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন। জিতবেন তিনিই কাউন্সিলর। টসের মাধ্যমে নির্ধারণ হবে জয়-পরাজয়।

  • 14 Feb 2022 01:15 PM (IST)

    Municipal Corporation Result Update : কলকাতার পর আরও চার পুরনিগমে তৃণমূল ঝড়

    কলকাতায় তৃণমূল বিপুলভাবে জয়ী হয়েছিল। পুরবোর্ডে রীতিমত কোনও বিরোধী শিবিরের পায়ের ছাপ ফেলতে দেয়নি তৃণমূল। কলকাতার পর এইবার চার পুরনিগমেও সেই ঝড় বজায় রাখল ঘাসফুল শিবির। শিলিগুড়ি পুরনিগমে এই প্রথম সিপিএমকে হারিয়ে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। চন্দননগর, আসানসোল এবং বিধাননগরে উড়ছে সবুজ আবির। অন্য কোনও ফুল ফুটতে দেয়নি ঘাসফুল শিবির।

  • 14 Feb 2022 12:42 PM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : ৩১ টি আসন তৃণমূলের ঝুলিতে

    চন্দননগর পুরনিগমের ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ৩১ টিতে জয় হয়েছে তৃণমূলের। ১ টি আসনে জয় পেয়েছে বাম প্রার্থী। একটি আসনে নির্বাচন হয়নি।

  • 14 Feb 2022 12:33 PM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Ward 29 Update : 'কে মেয়র হল সেটা বড় কথা নয়'

    বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের কষ্ণা চক্রবর্তী। বিধাননগরে জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "কে মেয়র হল সেটা বড় কথা নয়। দলের কর্মী থাকতে পারলাম কিনা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় জয় করতে পারলাম কিনা সেটাই বড় কথা।"

  • 14 Feb 2022 12:23 PM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 31 Update : জয়ী তৃণমূলের মুন্না আগরওয়াল

    চন্দননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুন্না আগরওয়াল। তিনি ১১১৭ ভোটে জয়ী হয়েছেন।

  • 14 Feb 2022 12:16 PM (IST)

    Siliguri Municipal Corporation Result Update : ৩৭ টি আসন তৃণমূলের দখলে

    শিলিগুড়ি পুরনিগমের চূড়ান্ত ফলাফল বেরিয়ে গিয়েছে। ৪৭ টি আসনের মধ্যে ৩৭ টি আসন রয়েছে তৃণমূলের ঝুলিতে। ৫ টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। চারটি আসনে নিজেদের আসন ধরে রাখতে পেরেছে বামেরা। কংগ্রেস পেয়েছে একটি আসন।

  • 14 Feb 2022 12:13 PM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Update : ৩৯ এ জয়ী তৃণমূল

    বিধাননগর পুরনিগমের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। ৩৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ১ টি আসন পেয়েছে কংগ্রেস। ১ টি আসন পেয়েছে নির্দল।

  • 14 Feb 2022 12:10 PM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Update : জয়ী হয়ে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ সব্যসাচীর

    বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের সব্যসাচী দত্ত। ভোটে জয়ের পরই তিনি কালীঘাটে যান। সেখানে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।

  • 14 Feb 2022 12:03 PM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : একটি ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী

    চন্দননগর পুরনিগমের একটি ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী। ১৬ নং ওয়ার্ডে জয় পেয়েছে বাম শিবির।

  • 14 Feb 2022 11:50 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 24 Result Update : পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

    শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে পরাজিত হলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক পুর নির্বাচনে সেই জয় ধরে রাখতে পারলেন না বিজেপি বিধায়ক। তিনি ওয়ার্ডে তৃতীয় স্থানে রয়েছেন। নির্দল প্রার্থী বিকাশ সরকারকে হারিয়ে ১১ ভোটে জিতলেন তৃণমূলের প্রতুল চক্রবর্তী।

  • 14 Feb 2022 11:28 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : শুরু হল দ্বিতীয় পর্যায়ের গণনা

    আসানসোলে ১০৬ টি ওয়ার্ড। প্রথম পর্যায়ের ৫৩ টি ওয়ার্ডের গণানা শেষ। দ্বিতীয় পর্যায়ের ৫৩ টি ভোটগণনা শুরু হল।

  • 14 Feb 2022 11:27 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Update : দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

    বিজয়ের উদযাপনে সংঘর্ষ। বিধাননগর কলেজের বাইরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য নিয়ে সংঘর্ষ বাধে।

  • 14 Feb 2022 11:22 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 32 Update : জয়ী তৃণমূল প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শুভ্রা দাস। তিনি ৯৫১ ভোটে জিতেছেন।

  • 14 Feb 2022 11:17 AM (IST)

    উড়ছে সবুজ আবিরের

    চার পুরনিগমের ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই আনন্দ উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় সবুজ আবির দিয়ে খেলা শুরু করে দিয়েছেন তারা। কোথাও কোথাও ব্যান্ড পার্টি নিয়ে হই হুল্লোড়ের ছবিও দেখা গিয়েছে।

  • 14 Feb 2022 11:07 AM (IST)

    Siliguri Municipal Corporation Result Update : শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব

    শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নং ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী গৌতম দেব জয়ী হয়েছেন। এই প্রথম শিলিগুড়িতে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল।

  • 14 Feb 2022 10:55 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 3 Update : জয়ী তৃণমূল

    ১৯৯৫ সাল আজ পর্যন্ত এই প্রথম চন্দননগরের ৩ নং ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। এই ওয়ার্ড থেকে ৪৭ ভোটে জয়ী হয়েছেন গীতাঞ্জলি শেঠ।

  • 14 Feb 2022 10:48 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 27 Update : ৬৯১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিনয় কুমার শ। তিনি ৬৯১ ভোটে জিতেছেন।

  • 14 Feb 2022 10:46 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 19 Update : ৮১২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী সুপ্রীতি দত্ত। তিনি ৮১২ ভোটে জিতেছেন।

  • 14 Feb 2022 10:43 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 3 Result Update : জয়ী তৃণমূলের আরাত্রিকা ভট্টাচার্য

    বিধাননগর পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আরাত্রিকা ভট্টাচার্য। প্রাক্তন মেয়র ও বিধায়ক তাপস চ্যাটার্জির মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য।

  • 14 Feb 2022 10:39 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 20 Result Update : ১৯১৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

    বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডে ১৯১৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ নাগ।

  • 14 Feb 2022 10:35 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 16 Update : জয়ী সিপিএম প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী অভিজিৎ সেন।

  • 14 Feb 2022 10:31 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 9 Update : জয়ী তৃণমূল প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ৯ নং ওয়ার্ডে ১৩০৩ ভোটে জয়ী হয়েছেন তণমূল প্রার্থী স্নিগ্ধা রায়।

  • 14 Feb 2022 10:26 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 5 Update : ৯০১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী

    চন্দননগর পুরনিগমের ৫ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মণিকা মণ্ডল। তিনি ৯০১ ভোটে সিপিএমকে হারিয়েছেন।

  • 14 Feb 2022 10:24 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : ১৬ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

    আসানসোল পুরনিগমের ৩, ৪, ৬, ৭, ১১, ১২, ১৩, ১, ৩, ৮, ১১, ১৯, ২০, ৩৫, ৩৭, ৪৫ এবং ৪৯ টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল।

  • 14 Feb 2022 10:09 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 6 Result Update : পরাজিত অশোক ভট্টাচার্য

    শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। ৩০০ ভোটে পরাজিত হয়েছেন তিনি। তিনি গত পুরসভা বোর্ডে মেয়র ছিলেন।

  • 14 Feb 2022 10:08 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Ward 18 Update : জয়ী তৃণমূলের সবিতা দাস

    চন্দননগরের ১৮ নম্বর ওয়ার্ডে জয় হয়েছে তৃণমূলের। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সবিতা দাস।

  • 14 Feb 2022 10:01 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 7 Result Update : জয়ী তৃণমূল প্রার্থী

    বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী। ৫৬৬৮ টি ভোটে জয়লাভ করেছেন তিনি।

  • 14 Feb 2022 09:49 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 33 Result Update : জয়ী গৌতম দেব

    শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।

  • 14 Feb 2022 09:48 AM (IST)

    Asansol Municipal Corporation Result Ward 27 Update : বাধ ভাঙা জয় চৈতালির

    আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। ভোটগ্রহণের দিন আটকানো হলেও শেষ পর্যন্ত জয় হাশিল করলেন জিতেন্দ্র তিওয়ারি পত্নী।

  • 14 Feb 2022 09:36 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward `1 Result Update : জয়ী সিপিএম প্রার্থী

    শিলিগুড়ি পুরনিগমের ১ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী বিশ্বজিৎ রায়।

  • 14 Feb 2022 09:34 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : ৪০ এবং ৪৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

    আসানসোল পুরনিগমের ৪০ এবং ৪৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। ৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন প্রাক্তন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।

  • 14 Feb 2022 09:26 AM (IST)

    বিধাননগর পুরনিগমে ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মমতা মণ্ডল ৪০৩ ভোটে এগিয়ে রয়েছে।

    বিধাননগর পুরনিগমে ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মমতা মণ্ডল ৪০৩ ভোটে এগিয়ে রয়েছে।

  • 14 Feb 2022 09:20 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 2 Result Update : আরও একটি ওয়ার্ড দখল তৃণমূলের

    শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন।

  • 14 Feb 2022 09:10 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 23 Result Update : শিলিগুড়িতে খাতা খুলল তৃণমূল

    শিলিগুড়ি পুরনিগমে ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষ্মী পাল।

  • 14 Feb 2022 08:59 AM (IST)

    পোস্টাল ব্যালটে চন্দনগরে ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস

    পোস্টাল ব্যালট গণনা শেষ হয়েছে। পোস্টাল ব্যালটে চন্দনগরে ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আসানসোলে ৭টি ওয়ার্ডে এবং বিধাননগরে ১১ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

  • 14 Feb 2022 08:56 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম

    পোস্টাল ব্যালটের গণনা শেষ। চন্দননগরের ভোটগণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে।

  • 14 Feb 2022 08:50 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 17 Result Update : এগিয়ে কংগ্রেস প্রার্থী সমীর রায়

    বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের পোস্টাল ব্যালটে গণনা শেষ। নিকটতম প্রতিদ্বন্দ্বী আশুতোষ নন্দীর থেকে ৩ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী সমীর রায়।

  • 14 Feb 2022 08:47 AM (IST)

    Asansol Municipal Corporation Ward 27 Result Update : এগিয়ে জিতেন্দ্র পত্নী

    ২৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি।

  • 14 Feb 2022 08:41 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 17 Result Update : ৩ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী

    বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে ৩ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী।

  • 14 Feb 2022 08:39 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : চন্দননগরে এগিয়ে মুন্না আগরওয়াল

    ইতিমধ্যেই চন্দননগরে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গিয়েছে। বামেদের জন্য খুশির খবর। চন্দননগরের ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম। ১, ১২, ১৪, ১৮ এবং ২০ ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে মুন্না আগরওয়াল।

  • 14 Feb 2022 08:36 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 31 Result Update : এগিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সব্যসাচী দত্ত

    বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরই পুরভোটে প্রার্থী করা হয় তাঁকে।

  • 14 Feb 2022 08:26 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Ward 16 Result Update : এগিয়ে তৃণমূল

    ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমে ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। ১৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়শ্রী বাগুই ৩৭৮ ভোটে এগিয়ে।

  • 14 Feb 2022 08:21 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 24 Result Update : এগিয়ে শঙ্কর ঘোষ

    শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। এই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

  • 14 Feb 2022 08:18 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 33 Result Update : এগিয়ে গৌতম দেব

    পোস্টাল ব্যালট গণনায় শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ৩৩ নং ওয়ার্প্রাড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।

  • 14 Feb 2022 08:14 AM (IST)

    Siliguri Municipal Corporation Ward 6 Result Update : এগিয়ে অশোক ভট্টাচার্য

    পোস্টাল ব্যালটে এগিয়ে সিপিএম প্রার্থী তথা বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য। তিনি ৬ নম্বর থেকে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন।

  • 14 Feb 2022 08:11 AM (IST)

    Siliguri Municipal Corporation Result Update : পোস্টাল ব্যালট গণনা শুরু

    শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডের ফলাফল আজ। ৪৭ টি ওয়ার্ডে প্রার্থী রয়েছে ২০০ জন।

  • 14 Feb 2022 08:03 AM (IST)

    কড়া নিরাপত্তায় শুরু হল ভোটগণনা

    শুরু হল ভোটগণনা। প্রথমে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। অন্য কক্ষে হবে ইভিএম গণনা।

  • 14 Feb 2022 07:56 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : নিশ্ছিদ্র নিরাপত্তা গণনা কেন্দ্রে

    চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে শ্রী কুমার ভট্টাচার্য্য ভবনের দুটি হলে ২০ টি টেবিলে ভোট গণনা হবে। প্রথমে ১ থেকে ২১ নম্বর ওয়ার্ডের গণনা হবে। গণনা কেন্দ্রে আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনা কেন্দ্রের সামনের সব রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের এলাকা।

  • 14 Feb 2022 07:32 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Update : গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি

    বিধাননগর পুরনিগমের ভোটগণনা হবে বিধাননগর কলেজে। সেখানে মোট টেবিলের সংখ্যা ৪১ টি। সূত্রের খবর বিধাননগরে ১৪ রাউন্ড ভোটগণনা হবে এবং ৪০ নম্বর ওয়ার্ডে আট রাউন্ড গণনা হবে। এই পুরনিগমে মোট ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। ভোট পড়েছে ৭২.৫ শতাংশ। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

  • 14 Feb 2022 07:29 AM (IST)

    Siliguri Municipal Corporation Result Update : ৬-৭ রাউন্ড ভোটগণনা

    ৪ পুরনিগমের তালিকায় রয়েছে শিলিগুড়ির নামও। এখানে শিলিগুড়ি কলেজে বসেছে স্ট্রং রুম। ৬-৭ রাউন্ড ভোটগণনা হবে এই পুরনিগমে।

  • 14 Feb 2022 07:25 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : ৬-১১ রাউন্ড ভোটগণনা

    সূত্রের খবর চন্দননগরে ৬-১১ রাউন্ড ভোটগণনা হবে। ভাগ্য নির্ধারণ হবে ১১৭ জন প্রার্থীর।

  • 14 Feb 2022 07:22 AM (IST)

    Bidhannagar Municipal Corporation Result Update : ৮-১৪ রাউন্ড ভোটগণনা

    সূত্রের খবর বিধাননগর পুরনিগমে ৮-১৪ রাউন্ড ভোটগণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তায় হবে ভোটগণনা।

  • 14 Feb 2022 07:18 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : ২২ রাউন্ড ভোটগণনা

    চার পুরনিগমের মধ্যে সবচেয়ে বড় আসানসোল পুরনিগম। এইখানে ১০৬ টি ওয়ার্ড রয়েছে। আসানসোলের পুরনিগমে ২২ রাউন্ড ভোটগণনা হবে।

  • 14 Feb 2022 07:14 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : রাতে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধের অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে লাঠিচার্জ পুলিশের

    ভোট গণনার আগের রাতে আসানসোলের স্ট্রং রুম ঘিরে বিক্ষোভ বিরোধীদের। ধাদকা পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে রয়েছে ১২৮২ টি ইভিএম। রাতে হঠাৎ করেই সেখানে সিসিটিভি বন্ধের অভিযোগ তোলে বিরোধীরা। এর প্রতিবাদে পলিটেকনিক কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী শিবিরের প্রার্থী ও কর্মীরা। বিরোধীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

  • 14 Feb 2022 07:08 AM (IST)

    Chandannagar Municipal Corporation Result Update : ভাগ্য নির্ধারণ ১১৭ জন প্রার্থীর

    গঙ্গাপাড়ের চন্দননগরে ভাগ্য গণনা হবে ১১৭ জন প্রার্থীর। এই পুরনিগমে ভোটার ১ লক্ষ ৪৪ হাজার। ৮ টা থেকে শুরু হবে ভোটগণনা।

  • 14 Feb 2022 07:06 AM (IST)

    Asansol Municipal Corporation Result Update : ভোটগণনা ১০৬ টি ওয়ার্ড সমন্বিত আসানসোল পুরনিগমে

    আজ ভোটগণনা হবে চার পুরনিগমের মধ্যে সবথেকে বড় পুরনিগম আসানসোল পুরনিগমে। ১০৬ টি ওয়ার্ড সমন্বিত আসানসোল পুরনিগমে ভোটার ৯ লক্ষেরও বেশি। সোমবার এই পুরনিগমে ভাগ্য নির্ধারণ হবে ৪৩০ জন প্রার্থীর। জানা গিয়েছে প্রথম পর্যায়ে ৫৩ টি ওয়ার্ডের ভোটগণনা হবে। পরবর্তী পর্যায়ে আরও ৫৩ টি ওয়ার্ডে গণনা হবে। বেলা ১২ টা নাগাদ পরিষ্কার হয়ে যাবে আসানসোলের পুরবোর্ড এইবার কার দখলে।

Published On - Feb 14,2022 7:00 AM

Follow Us: