হুগলি: এনআরসি হোক বা সিএএ, একাধিক ইস্যুতে লাগাতার বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে বামেদের। এমনকী শেষ বিধানসভা নির্বাচন ‘বিজেমূল’ তত্ত্ব খাড়া করে একযোগে তৃণমূল (Trinamool Congress) ও বিজেপির (BJP) বিরুদ্ধে প্রচার চালিয়েছিল সিপিএম (CPIM)। অন্যদিকে সাম্প্রতিকালে বাংলায় খানিকটা হলেও বামেদের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভ্রু কুঁচকেছে বিজেপির শীর্ষস্তরের নেতাদের। শুধু তৃণমূল নয়, বাম আমলের ‘অপশাসন’ নিয়েও লাগাতার প্রচারের নির্দেশ এসেছে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। কিন্তু, এরইমধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এক অদ্ভুত ছবি দেখতে পাওয়া গেল হুগলিতে। বৌমার মুখে রাম নাম, শাশুড়ি চলেছে বাম পথে। দুজনেই এবার প্রার্থী হয়েছেন পঞ্চায়েত ভোটে।
হাতে আর সপ্তাহ দুয়েক। ৮ জুন বাংলায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। বাংলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এরইমধ্যে পান্ডুয়া ব্লকের সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ভোটের লড়াইয়ে দেখা যাচ্ছে এক অন্যরকম ছবি। ১১০ নম্বর বুথে বিজেপি প্রার্থী হয়েছেন সোনালি মাণ্ডি। একই বুথে সিপিআইএম প্রার্থী হয়েছেন লক্ষ্মীরানি মণ্ডল। সম্পর্কে লক্ষ্মীরানি দেবী সোনালি দেবীর খুড়তুতো শাশুড়ি বলে জানা যাচ্ছে। একই পরিবারের বৌমা-শাশুড়ির এই ভোটের লড়াই নিয়ে এখন জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।
দুজনেই বলছেন, বাইরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ঘরের চৌকাঠের অন্দরে সেসব কিছুই নেই। ভোটের লড়াইয়ে নামার আগের শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন সোনালি দেবী। বৌমাকে আশীর্বাদও করেছেন লক্ষ্মীরানি দেবী। তবে বাংলায় পঞ্চায়েত ভোটের আবহে দুজনেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেও লক্ষ্মী দেবী আবার বিজেপির প্রতি রুষ্ট। একশোদিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। যা একদম ঠিক হয়নি বলে তাঁর মত। পাশাপাশি গ্রামের মানুষের অনেক চাহিদাই এখনও পূরণ করেনি তৃণমূল সরকার। যা নিয়েও সুর চড়িয়েছেন তিনি। বলছেন, “মানুষের জন্য কাজ করতে চাই। গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। সোনালি আমার বৌমা হয়। ও বিজেপি থেকে দাঁড়ালেও আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। পরিবারের মধ্যে রাজনীতির কোনও ছাপ পড়ে না। ও ওর মতো লড়ছে, আমি আমার মতো লড়ছি।” অন্যদিকে ভোটে জিতে গ্রামের মানুষের পানীয় জলের দাবি, ঢালাই রাস্তার দাবি পূরণ করতে চাইছেন বৌমা সোনালি দেবী। বিজেপির হাত ধরেই সামিল হতে চাইছেন উন্নয়ন যজ্ঞে। তবে এখানে লড়াইয়ে আছেন তৃণমূলও। এখন দেখার ভোটের ফল কী বলে।