জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত ভোটের প্রচারও সেই উত্তর থেকেই শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের পর এবার জলপাইগুড়ি। যে ক্রান্তির ভাণ্ডারীর মাঠে অভিষেক সভা করে গিয়েছেন, সেখানেই সভা রয়েছে মমতার। প্রচারের প্রথম সভা ছিল কোচবিহারে। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। এবার দ্বিতীয় সভা ক্রান্তিতে। রাজবংশী অধ্যুষিত এই ক্রান্তি এলাকায় মমতা কী বার্তা দেবেন, সে দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
প্রচার পঞ্চায়েতের হলেও ২০২৪-এর লোকসভা নির্বাচনই যে পাখির চোখ, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই বিজেপির ভোটব্যাঙ্কই তৃণমূলের টার্গেট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই ক্রান্তির মাঠে মমতার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, জলপাইগুড়ির রাজবংশী ভোট আর মালবাজার সহ ডুয়ার্সের আদিবাসী ভোটব্যাঙ্ক এবার তৃণমূলের কাছে বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি, সংখ্যালঘু ভোটারদের কথাও মাথায় রাখবে শাসক দল। মনে করা হচ্ছে, আদিবাসী ও রাজবংশীদের মন পেতেই এবার মরিয়া মুখ্যমন্ত্রী। তাঁর আশা, তিনি নিজে প্রচারে নামলে ভিত আরও শক্ত হবে। সহজ হবে লোকসভার পথ। ভোট প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা। সোমবার কোচবিহারে চান্দমারি পঞ্চায়েত এলাকার একটি মাঠে সভা করেছেন মমতা।