কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটে মোট কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে, তার সম্পূর্ণ তালিকা আজ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (State Elction Commission)। এর আগেও একটি তালিকা প্রকাশ হয়েছিল, তাতে দক্ষিণ ২৪ পরগনার হিসেব উল্লেখ ছিল না। আজ দক্ষিণ ২৪ পরগনা-সহ গোটা রাজ্যের হিসেবের তালিকা দিয়েছে কমিশন। তাতে দেখা যাচ্ছে, আসন সংখ্যার নিরিখে পঞ্চায়েতের তিনটি স্তরেই সবথেকে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই। রাজ্য নির্বাচন কমিশনের হিসেব বলছে, শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ৬ হাজার ৩৮৩ গ্রাম পঞ্চায়েতে আসনের মধ্যে ১ হাজার ৭৬৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে।
একইরকমভাবে পঞ্চায়েত সমিতিতেও ৯২৬টি আসনের মধ্য়ে ২৩৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। জেলা পরিষদের হিসেবেও গোটা রাজ্যের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় মোট ৮৫টি জেলা পরিষদের আসন রয়েছে, তার মধ্যে ৮টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। গোটা রাজ্যে যেখানে মোট ১৬টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে, সেখানে শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ৮টি। অর্থাৎ, অর্ধেকই দক্ষিণ ২৪ পরগনায়। যদিও কোন দল কোথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছে, সেই হিসেব কমিশনের তালিকায় নেই।
কমিশনের তালিকা অনুযায়ী, গোটা রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত স্তরে জয় এসেছে ৮,০০২টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯৯১টি আসনে এবং জেলা পরিষদে মোট ১৬টি আসনে। এবার মোট ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতি এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে ভোট হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে কমিশনের অফিসে গিয়ে নির্বাচনী তথ্য সংক্রান্ত বিষয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে নির্বাচন কমিশনের অফিসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও শুভেন্দু বলেছিলেন, এই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের তালিকা প্রসঙ্গে। আর এরপরই সন্ধেয় কমিশন থেকে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল।