West Bengal Panchayat Elections 2023: তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, চাঞ্চল্য বাঁকুড়ায়

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 21, 2023 | 4:45 PM

West Bengal Panchayat Elections 2023: বুধবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন সেই পতাকা ছেঁড়া অবস্থায় নর্দমায় পড়ে রয়েছে। এমনকি পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয়ে থাকা রঙও নর্দমায় দুষ্কৃতীরা ফেলে দেয় বলে অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, চাঞ্চল্য বাঁকুড়ায়
বাঁকুড়ায় তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ

Follow Us

বাঁকুড়া: রাস্তার ধারে টাঙানো তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার ধুলাই চৌমাথা এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই চৌমাথা এলাকায় বেশ কিছু দলীয় পতাকা টাঙিয়ে রেখেছিল তৃণমূল। বুধবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন সেই পতাকা ছেঁড়া অবস্থায় নর্দমায় পড়ে রয়েছে। এমনকি পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয়ে থাকা রঙও নর্দমায় দুষ্কৃতীরা ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনা নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তৃণমূলের দাবি, এই কাজ করেছে বিজেপি। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে এই ঘটনার জন্য দায় ঠেলেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকেই। গোষ্ঠীকোন্দলের কথা মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।

এ প্রসঙ্গে ধুলাই গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল বলেন, “আমাদের দলের পতাকা ভোর তিনটের সময়ে ছিঁড়ে ফেলে দেয়। দলীয় নেতৃত্বকে জানিয়েছে। থানায় লিখিত অভিযোগ করেছি। সিপিএমের তো কোনও অস্তিত্ব নেই, বিজেপিই করেছে।”

যদিও স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘড়ামির বক্তব্য, “এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। পতাকা ছেঁড়া তো করবেই না। তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল, তাঁদের বাদ দিয়ে অন্য কাউকে টিকিট দিয়েছেন লোকার নেতৃত্ব। তাই নিয়েই ওঁদের ক্ষোভ। তাই পতাকা ছিঁড়েছে।”

Next Article