১৯৯৭ সালেই ‘অনলাইন ক্লাস’-এর ভবিষ্যদ্বাণী করে দিয়েছিল প্রকাশিত আর্চি কমিক স্ট্রিপ: দেখুন হাতে নাতে প্রমাণ

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Mar 19, 2021 | 6:23 PM

আর্চি কমিক স্ট্রিপ প্রকাশ্যে আনল তুমুল আলোড়ন ফেলা এক বিষয়।

১৯৯৭ সালেই অনলাইন ক্লাস-এর ভবিষ্যদ্বাণী করে দিয়েছিল প্রকাশিত আর্চি কমিক স্ট্রিপ: দেখুন হাতে নাতে প্রমাণ
প্রতীকী চিত্র

Follow Us

করোনা ভাইরাস প্যান্ডেমিক আমাদের জীবন আমূল বদলে দিয়েছে। জীবন যাপন থেকে জীবন দর্শন, পাল্টে  দিয়েছে এক মারণ ভাইরাস। এই ‘পরিবর্তন’ তালিকা যে খুব বড় তা নয়। তবে মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট কিংবা দুরত্ববিধি ছাড়াও ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসে নিজেদের অভ্যস্ত হতে সময় নিয়েছিল মানুষ। ওয়ার্ক ফ্রম হোম সহজ হলেও অনলাইনে ক্লাস স্কুলপড়ুয়াদের কাছে ছিল নাভিশ্বাস ওঠার জোগাড়।

 

আরও পড়ুন বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না: নীনা গুপ্তা

 

সম্প্রতি ‘অনলাইন ক্লাস’ নিয়ে এক বিস্ময়কর বিষয় সামনে এসেছে।  তাও আবার এক কমিক স্ট্রিপ প্রকাশ্যে আনল এক আলোড়ন ফেলা বিষয়। ২০২১ সালের অনলাইন ক্লাস সম্পর্কে এক অভাবনীয় ভবিষ্যদ্বাণী করে ১৯৯৭ সালে প্রকাশিত আর্চি কমিক স্ট্রিপ!

 

 

কমিক স্ট্রিপে দেখা যাচ্ছে বেট্টি (কমিক চরিত্র) তার বাবা-মার সঙ্গে ডাইনিং টেবলে বসে, তখন তার মা বেট্টিকে সতর্ক করে যে তার স্কুল শুরু হতে চলেছে। উত্তরে বেট্টি বলে, ‘রিল্যাক্স মা,  আমার কাছে এখনও তিরিশ সেকেন্ড রয়েছে!’

অন্যদিকে বেট্টির বাবা বলেন, ‘বাচ্চারা আজ এত ভাগ্যবান যে তারা নিজের বাড়িতে থেকে স্কুল করতে পারছে। তাদের কখনওই স্কুলে বই নিয়ে যেতে হবে না … এবং তাদের আবহাওয়ার বিষয়ে কখনও চিন্তা করতে হবে না’

বেট্টির দেওয়ালে একটি পোস্টারে দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘ভিডিও মনিটর সবসময় অনাবৃত থাকতে হবে।’

কমিক স্ট্রিপের লেখা-ছবির সঙ্গে আজকের কোভিডের পরিস্থিতির মিল সত্যিই বিস্ময়কর! কমিক স্ট্রিপের টাইটেল লেখা, ‘বেট্টি ইন হাই স্কুল ২০২১’!
ফেসবুকের পোস্ট অনুযায়ী এই কমিক স্ট্রিপ প্রথম প্রকাশিত হয়, ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে!

এটা কি তাহলে ‘কমিক্যালি’ কাকতালীয় বিষয়!

Next Article