বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না: নীনা গুপ্তা

স্যর ভিভিয়ান রিচার্ডসের (ক্রিকেটার) সঙ্গে নীনার সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠে নেটিজেনদের একাংশ।

বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না: নীনা গুপ্তা
নীনা গুপ্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2021 | 6:39 PM

তরুণ প্রজন্ম নীনা গুপ্তাকে পছন্দ করেন। তার প্রধান কারণ তিনি ভীষণ ‘কুল’ এবং নিজের জীবন সম্পর্কে ‘ক্যানডিড’। তার জীবনের সফরের ছোটখাটো মুহূর্ত ফ্যানদের সঙ্গে শেয়ার করতে পিছপা হন না বর্ষীয়ান অভিনেত্রী। ‘বধাই হো’ (২০১৮) সালের পর থেকে নীনা গুপ্তার জীবনের মোড় একেবারে পাল্টে গিয়েছে। স্যর ভিভিয়ান রিচার্ডসের (ক্রিকেটার) সঙ্গে নীনার সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠে নেটিজেনদের একাংশ। ভিভিয়ান-নীনার একমাত্র সন্তান মাসাবা। তাঁকে ছোট থেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন করণ জোহরের ‘অদ্ভূত কাহিনী’! প্রকাশ্যে এল টিজার

তবে এগুলোর থেকে দূরে সরে যাওয়ার পরিবর্তে নীনা গুপ্তা শেয়ার করলেন কীভাবে তাঁর মেয়ে অবিবাহিত বাবা-মাকে নিয়ে কতখানি ভুগেছে। তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে নীনা গুপ্ত তাঁর মহিলা ভক্তদের বিবাহিত পুরুষদের জন্য কখনও প্রেমে না পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি ভিডিয়োতে বলেন, একজন পুরুশ আপনাকে বলতে পারে যে সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক একেবারে ঠিকঠাক ছিল না, এবং একজন সেই ফাঁদে পা দিতেই পারে।

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

সেই পুরুষ যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি স্ত্রীর থেকে কেন আলাদা হয়ে যাচ্ছেন না, তাঁর উত্তরে সে বলে, “না না, আমাদের সন্তান রয়েছে, এটা ঠিক হবে না, দেখা যাক কী হয়, দেখি কোনওদিন হয়তো। তাই আপনি তাঁর সঙ্গে লুকিয়ে দেখা করেন, ছুটি কাটিয়ে আসেন, কিন্তু তাঁর কাছে এটা শক্ত হয়ে দাঁড়ায় কারণ তাঁকে তার সমস্ত প্ল্যান নিয়ে মিথ্যে বলতে হয়।”

এখানেও থামেননি বছর একষট্টির অভিনেত্রী। তিনি আরও বলেন, “এই সবের সঙ্গে জড়িয়ে পড়বেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। আমি এটা করেছি, এবং কষ্ট পেয়েছি। তার জন্যই বন্ধু, আপনাদের বলছি, চেষ্টা করুন, এটা না করতে।”