এক মাসের মাথায় বড় দুর্ঘটনা, আল্লুর পর রামচরণের অনুষ্ঠানে ফের ভয়াবহ ঘটনা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 06, 2025 | 8:17 PM

আরও এক বড় ঘটনা। এক মাসের মাথায় দুই দক্ষিণী তারকা বড় বিপদে। ডিসেম্বরের ৪ তারিখ হায়দরাবাদে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারের দিন ভয়াবহ ঘটনা ঘটে। আবারও এক ভয়ানক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আল্লু অর্জুনের দুই অনুরাগীর।

এক মাসের মাথায় বড় দুর্ঘটনা, আল্লুর পর রামচরণের অনুষ্ঠানে ফের ভয়াবহ ঘটনা

Follow Us

আরও এক বড় ঘটনা। এক মাসের মাথায় দুই দক্ষিণী তারকা বড় বিপদে। ডিসেম্বরের ৪ তারিখ হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের দিন ভয়াবহ ঘটনা ঘটে। আবারও এক ভয়ানক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আল্লু অর্জুনের দুই অনুরাগীর। এমনকি যে কারণে দক্ষিণী তারকাকে গ্রেফতারও করে পুলিশ। সেই ঘটনার ঠিক একমাসের মাথায় আবারও পুরনো ঘটনার পুনরাববৃত্তি। দক্ষিণী অভিনেতা রামচরণের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হয় দুই অনুরাগীর।

আল্লু বিতর্ক এখনও থামেনি। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে তাঁকে হাজিরাও দিতে হবে। সেই আইনি জটিলতার মাঝে আল্লু বাড়ি ফিরলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রামচরণ। এমনকি নায়কের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।। এবার সমস্যার মুখে রামচরণ।

নায়কের নতুন ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচার সেরে ফেরার পথেই দুর্ঘটনা। দুই ভক্তের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে সিনেমার প্রযোজক রাজু শোকপ্রকাশ করেছেন। ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করেছেন তিনি। প্রযোজক বলেছেন, “অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনও বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওঁদের আত্মার শান্তি কামনা করি। যে কোনওরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যেই মৃতদের পরিবারে ৫ লক্ষ করে টাকা পাঠিয়েছি।”

Next Article