৭৫ ফুটের বিজয় দেবেরাকোন্ডা! ভক্তদের কীর্তিতে শহরে হইচই
হায়দরাবাদের জনপ্রিয় সুদর্শন থিয়েটারের সামনে থিকথিক করছে ভিড়। অন্যান্য দিনের থেকে ট্র্যাফিক জ্যামও বেশি। সবার চোখ ৭৫ ফুটের বিজয়ের কাট আউটের দিকেই।

একেই বলে জবরা ফ্যান! সিনেমা মুক্তির ঠিক আগেই প্রিয় নায়ককে দিলেন বড়সড় চমক। যা দেখে হইচই পড়ে গেল গোটা হায়দরাবাদ শহরে! হ্যাঁ, সেই নায়ক আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা! আর চমকটা হল ৭৫ ফুটের কাট আউট!
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। হায়দরাবাদের জনপ্রিয় সুদর্শন থিয়েটারের সামনে থিকথিক করছে ভিড়। অন্যান্য দিনের থেকে ট্র্যাফিক জ্যামও বেশি। সবার চোখ ৭৫ ফুটের বিজয়ের কাট আউটের দিকেই। যেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে পেশি ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজয়। চোখে মুখে আক্রমণের ইঙ্গিত। গলায় লম্বা ফুলের মালা। বিজয়ের ৭৫ ফুটের এই লড়াকু ছবিই এখন শহর মাতাচ্ছে।
বিজয় দেবেরাকোন্ডা। এক নামেই সিনেমা সুপারহিট। অ্য়াকশন থেকে রোমান্স। কমেডি থেকে একেবারে ঝিনচ্য়াক নায়ক। বিজয় জানেন দর্শকদের মন কীভাবে জিততে হয়। তাঁর প্রমাণ রয়েছে পেল্লি চুপুলু, অর্জুন রেড্ডি, ট্য়াক্সিওয়ালা, গীত গোবিন্দম ছবি। যা কিনা রেকর্ড ব্যবসা করেছিল। তবে শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও নজর কেড়েছেন। সেই সুপারস্টার বিজয়ই ফের আসতে চলেছেন সিনেপর্দায়। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি কিংডম। পরিচালক গৌতম তিন্নানুড়ি।
