আগেই মৃত্যু হয়েছে মায়ের। এখন মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হওয়া সেই আট বছরের শিশু শ্রী তেজা। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। মিনিমাল অক্সিজেন এবং প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয় ট্রাকিস্টোমি করার কথাও ভাবছেন চিকিত্সকেরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। বেশ কয়েক দিন আগের কথা। হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল’পুষ্পা ২’ -এর জাঁকজমক পূর্ণ প্রিমিয়ার। সেদিন থিয়েটারের বাইরে উপচে পড়ে অনুরাগীদের ভিড়। ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল স্থানীয় পুলিশকেও।
পরিস্থিতি আরও বেসামাল হয়ে ওঠে যখন প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে এক ঝলক দেখার জন্য উত্তেজনা আরও বেড়ে যায়। সেই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। সেই সঙ্গে খুবই ক্ষতি হয় তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজারও। মঙ্গলবার শিশুকে দেখতে হাসপাতালে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনর সি.ভি. আনন্দ। সঙ্গে গিয়েছিলেন তেলেঙ্গনা সরকারের স্বাস্থ্যসটিব ডা.ক্রিস্টিনা।
কমিশনর জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল তখনই তার অবস্থা খুব খারাপ ছিল। দমবন্ধ হয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিল তার। ব্রেন ডেথ হয়েছিল বলে জানান তিনি। তবে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিত্সকেরা। হাসপাতাল সূত্রে খবর শ্রী তেজার চিকিত্সা চলছে ইনটেনসিভ কেয়ারে। তার স্নায়বিক সমস্যার কোনও উন্নতি হয়নি। জ্বর অনেকটাই কমেছে। এই ঘটনার জন্যই গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল অভিনেতা আল্লু অর্জুনকে। তবে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান নায়ক। শনিবার সকালে পুলিশি হেফাজত থেকে ছাড়া পান তিনি। তার পরে তেজার ঘটনা শুনে শোকপ্রকাশ করেন তিনি। কিন্তু আইনি জটিলতার জন্য তিনি হাসপাতালে শিশুটিকে দেখতে যেতে পারেননি।