‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় ইডিয়টকে ধরে ফেলল ‘ভাইরাস’; আমিরের পর করোনার কবলে মাধবন

রণজিৎ দে | Edited By: arunava roy

Mar 25, 2021 | 5:01 PM

অভিনেতা মাধবন করোনা আক্রান্ত। 'আল ইজ় ওয়েল' লিখে মাধবন জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন।

থ্রি ইডিয়টস-এর দ্বিতীয় ইডিয়টকে ধরে ফেলল ভাইরাস; আমিরের পর করোনার কবলে মাধবন
মাধবন

Follow Us

‘থ্রি ইডিয়টস’-এর ব়্য়াঞ্চোর পর এ বার ফারহানকে ঘায়েল করল বীরু ‘ভাইরাস’ সহস্যবুদ্ধি। আমিরের পর করোনা আক্রান্ত হলেন আর মাধবন। টুইটারে ‘থ্রি-ইডিয়টস’-এর প্রসঙ্গে টেনে মজার পোস্ট করেছেন ফারহান মাধবন। ‘আল ইজ় ওয়েল’ লিখে মাধবন জানিয়েছেন, তিনি ভাল আছেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন।

আমির খান অভিনীত ছবি ‘থ্রি ইডিয়েটস’ দেখেননি, এমন মানুষ ভূ-ভারতে খুঁজে পাওয়া মুশকিল। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা জানেন ইঞ্জিনিয়রিং কলেজের তিনজন ছাত্র ব়্য়াঞ্চো (আমির খান), ফারহান (আর মাধবন) ও রাজুর (শরমন যোশী) জীবনের যন্ত্রণা হয়ে উঠেছিলেন কলেজের ডিরেক্টর বীরু সহস্রবুদ্ধি (বোমন ইরানি)। সেই যন্ত্রণার গোপন নামও দিয়েছিল এই ‘থ্রি ইডিয়টস’। ডিরেক্টরকে আড়ালে ডাকত ‘ভাইরাস’ বলে। পরবর্তীতে করোনা ভাইরাসের কবলে যখন গোটা দেশে লকডাউন, ছবির একটি দৃশ্য ভাইরাল হয় ভীষণভাবে। সেই দৃশ্য যেখানে ভাইরাসকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার আর্জি জানায় মদ্যপ ‘রাজু’ শরমন।

প্রতিবারই কোনও না কোনওভাবে এই ‘থ্রি ইডিয়ট’কে বিপাকে ফেলার চেষ্টা করেছে ‘ভাইরাস’ বীরু সহস্যবুদ্ধি। যদিও প্রতিবারই ভাইরাসের কবল থেকে নিস্তার পেয়েছে ত্রয়ী। তবে এ বার আর নিস্তার মিলল না। করোনা ভাইরাস ধরে ফেলেছে ব়্য়াঞ্চো ও ফারহানকে। সাম্প্রতিক পোস্টে তেমন কথাই মজার ছলে বলেছেন অভিনেতা আর মাধবন। কিন্তু কেন এমন পোস্ট?

বুধবার আমির খানের করোনা আক্রান্তের খবর জানা যায়। জানা যায়, তিনি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন। সহকারী ও সহযোগীদের সাবধানতা অবলম্বন করার আর্জিও জানিয়েছেন। ঠিক তার পরের দিন, অর্থাত্‍ বৃহস্পতিবার জানা যায় মাধবনও করোনা আক্রান্ত। অর্থাত্‍ থ্রি ইডিয়েটসের দুই ইডিয়ট-ই ভাইরাসের কবলে। এ প্রসঙ্গে তিন নম্বর ‘ইডিয়ট’ রাজু শরমন যোশীকে নিয়ে টুইটে বুদ্ধিদীপ্ত কৌতুক করেছেন মাধবন। ‘থ্রি ইডিয়টস’-এর প্রসঙ্গ টেনে মাধবন লিখেছেন, “ফারহান তো সবসময় ব়্য়াঞ্চোকে অনুসরণ করত। আর ভাইরাস আমাদের কোনও দিনই পিছু ছাড়েনি। এ বার সে আমাদের ধরেও ফেলেছে। আমি বলব আল ইজ় ওয়েল। কোভিডও ওয়েলে (কুঁয়ো) যাবে খুব তাড়াতাড়ি। এই অভিযানে যদিও রাজুকে আমরা দলে নিতে চাই না। আমাদের ভালবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ হয়ে উঠব খুব তাড়াতাড়ি।”

আরও পড়ুন:‘তুফান’-এর জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন ফারহান আখতার? শেয়ার করলেন ভিডিয়ো

মুম্বইয়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়়ে পড়়ায় জনসাধারণের সঙ্গে একাধিক সেলেবের আক্রান্ত হওয়ার খবর পাওয়া মিলছে রোজ। সম্প্রতি আক্রান্ত হয়েছেন সঞ্জয় লীলা বনসালী। যদিও তিনি সেরে উঠেছেন। আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়া, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ানও।

Next Article