অস্কার মনোনয়ন ঘোষণা করার যোগ্য আপনি? প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা বললেন…

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 17, 2021 | 4:32 PM

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সাংবাদিক প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাসের কাছে জানতে চান, ২০২১-এর অস্কারে প্রেজেন্টারের ভূমিকা পালন করার জন্য প্রিয়ঙ্কা এবং নিক কি যথেষ্ট যোগ্য?

অস্কার মনোনয়ন ঘোষণা করার যোগ্য আপনি? প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা বললেন...
প্রিয়ঙ্কা চোপড়া।

Follow Us

ইট মারলে পাটকেল তো খেতেই হবে। এ প্রবাদ নিশ্চয়ই আপনি শুনেছেন। কিন্তু প্রত্যক্ষ ভাবে এই প্রবাদ যদি প্রমাণ করলেন, তিনি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। পিগি চপসের দেওয়া মজার মজার উত্তর নিয়ে এর আগেও চর্চা হয়েছে বলি মহলে। ফের এক সাংবাদিকের খোঁচা দেওয়া প্রশ্নের উত্তরে সোজা বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সাংবাদিক প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাসের কাছে জানতে চান, ২০২১-এর অস্কারে প্রেজেন্টারের ভূমিকা পালন করার জন্য প্রিয়ঙ্কা এবং নিক কি যথেষ্ট যোগ্য? অর্থাৎ সিনেমার সবথেকে বড় মঞ্চ অস্কার। সেখানে কি প্রিয়ঙ্কা উপস্থাপকের ভূমিকা পালন করার যোগ্য?

অস্ট্রেলিয়ার ওই সাংবাদিকের নাম পিটার ফোর্ড। তিনি টুইট করে এই প্রশ্ন করেছেন প্রিয়ঙ্কাকে। অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিটি তুলে ধরে পিটার টুইট করেন, ‘আমি এই দু’জনকে অসম্মান করছি না। কিন্তু অস্কারে যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের নাম ঘোষণা করার মতো সিনেমার ক্ষেত্রে এঁদের অবদান আছে কি না, আমি নিশ্চিত নই।’

পিটারের টুইটের স্ক্রিন শট শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘কারও যোগ্যতা কীভাবে নির্ধারিত হবে সে সম্পর্কে আপনার ধারণা ভাল লাগল। আপনার বিবেচনার জন্য আমার ৬০-এরও বেশি ছবির বিস্তারিত দিলাম…।’ এই কথা লিখে সত্যিই নিজের ৬০টিরও বেশি ছবির তথ্য বিস্তারিত শেয়ার করেছেন তিনি।

প্রিয়ঙ্কার এই উত্তর দেখে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন অসংখ্য অনুরাগী। একই সঙ্গে ওই সাংবাদিকের সীমিত জ্ঞান সমালোচিত হয়েছে। তিনি কীভাবে এই ধরনের প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও।

আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা

Next Article