সে এক হুলস্থূল কাণ্ড বটে! প্রতীক্ষা অর্থাৎ অমিতাভ বচ্চনের বাড়ির সামনে পুলিশে পুলিশে ছয়লাপ। আত্মহত্যার চেষ্টা করছেন জাহ্নবী কাপুর, বারংবার দাবি করছেন তিনিই অভিষেক বচ্চনের স্ত্রী। ভাবছেন তো, এমনটা কবে হয়েছে? সাল ২০০৭। তারিখ ২০ এপ্রিল। অভিষেক ও ঐশ্বর্যা বিয়ে করতে যাবেন, ঠিক এমন সময়েই বচ্চনদের বাড়ির সামনে আলুথালু বেশে আগমন ঘটে জাহ্নবী। শ্রীদেবী কন্য জাহ্নবী নন, তবে এই জাহ্নবীও অভিনেত্রী-মডেল। তাঁর পদবীও কাপুর। বচ্চনদের বাড়ির সামনে দাঁড়িয়েই শুরু করেন চিৎকার। দাবি করতে থাকেন, তিনিই নাকি অভিষেকের স্ত্রী। ‘দশ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক, ওই ছবিতে এক ছোট চরিত্রে ছিলেন জাহ্নবীও। সেই অভিনেত্রী বারবার দাবি করতে থাকেন, ওই সিনেমায় অভিনয় করতে গিয়েই নাকি প্রেম হয় তাঁদের, বিয়ে হয়। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী থাকতে আবারও বিয়ে করতে চলেছেন অমিতাভ-পুত্র।
এখানেই শেষ নয়, জুহু থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানাতেও ছোটেন তিনি। কিন্তু প্রমাণের অভাবে তাঁর অভিযোগ নেওয়া হয় না। ফের প্রতীক্ষার সামনে এসে শেষ ‘অস্ত্র’ প্রয়োগ করেন জাহ্নবী। সকলের সামনেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করতে থাকেন তিনি। হাজির হয় পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিজের জালে নিজেই ফাঁসেন সেই জাহ্নবী। আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশি হেফাজতে থাকতে হয় তাঁকে। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি।
তবে এই ঘটনা মোটেও ওঁদের বিয়েকে প্রভাবিত করতে পারেনি। ভালভাবেই সম্পন্ন হয়েছিল বিয়ে। যদিও গুঞ্জন বলছে, মাস কয়েক ধরেই নাকি সম্পর্ক ভাল চলছে না ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের। এ নিয়ে তাঁরা অবশ্য মুখ খোলেননি। তবে জল্পনা চলছেই।