‘মাত্র ২ বছরেই…’, শ্বেতার ৫০-এ অমিতাভের মনে ‘প্রতীক্ষা’র স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 18, 2024 | 4:58 PM

Amitabh On Shweta: ১৭ মার্চ তাই মেয়ের জন্মদিনে গালা সেলিব্রেশন বচ্চন পরিবারে। বলিউড থেকে এদিন বহু অভিনেতাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তালিকা থেকে বাদও থেকে গিয়েছেন অনেকে। তবে এই পার্টির শেষেও মেয়েকে সোশ্যাল মিডিয়ায় একান্তে শুভেচ্ছা জানাতে ভুললেন না অমিতাভ বচ্চন।

মাত্র ২ বছরেই..., শ্বেতার ৫০-এ অমিতাভের মনে প্রতীক্ষার স্মৃতি

Follow Us

দেখতে দেখতে শ্বেতা বচ্চন ১৭ মার্চ ৫০ বছরে পা রাখলেন। বচ্চন পরিবারের মেয়ে বলে কথা, বরাবরই লাইম লাইট কেড়ে নিয়েছেন শ্বেতা। সিনে দুনিয়া সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগাযোগ ছিল না। অমিতাভ কন্যার এটাই পরিচয়। তবে মেয়েকে চোখে হারান বিগ বি। বড় আদরের মেয়ে। দেখতে দেখতে কেটে গেল অনেকটা বছর। ১৭ মার্চ তাই মেয়ের জন্মদিনে গালা সেলিব্রেশন বচ্চন পরিবারে। বলিউড থেকে এদিন বহু অভিনেতাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তালিকা থেকে বাদও থেকে গিয়েছেন অনেকে। তবে এই পার্টির শেষেও মেয়েকে সোশ্যাল মিডিয়ায় একান্তে শুভেচ্ছা জানাতে ভুললেন না অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়া আবেগঘন হয়ে তিনি লিখলেন, ”তখন শ্বেতার দু’বছর হবে, অভিষেক কয়েক মাসের। তখন আমরা প্রথম এই বাড়ি কিনি। আজ এত বছর পরে পরিবারের সকলে মিলে সেই একই টেবিলে আমরা। সত্যিই আনন্দের।” সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের বিভিন্ন সদস্যদের কর্মসূত্রে লেখাপড়া সূত্রে আলাদা হয়ে যেতে দেখা যায়। চেয়েও অনেকেই সময় দিয়ে উড়তে পারেন না। সেখানে বচ্চন পরিবারের প্রতিটা সদস্য টানা ৫০ টা বছর একসঙ্গে একইভাবে রয়েছেন। এই দিন অমিতাভ জানালেন তাঁর সন্তান ও নাতি-নাতনিদের একসঙ্গে পেয়ে তিনি খুব খুশি। কেরিয়ার যখন মধ্যগগণে, ঠিক তখনই প্রতীক্ষা থেকে জলসায় আসেন অমিতাভ বচ্চন। যদিও প্রতীক্ষায় তাঁর প্রথম বাড়ি। সেখানেই জন্ম হয় শ্বেতা বচ্চনের।

কম ঝড়ের মুখে পড়তে হয়নি এই বচ্চন পরিবারকে। বারবার কটাক্ষের থেকে শিকার হতে হয়েছে তাঁদের। কখনও অমিতাভ বচ্চনের পরকীয়া কখনও আবার ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সম্পর্কে বিবাদ, তবুও পরিবার আজও অটুট। যদিও এবার সত্যিই ঐশ্বর্য বচ্চন পরিবারের সঙ্গে রইলেন কি না তা নিয়ে প্রশ্ন বর্তমান। কারণ শ্বেতা বচ্চনের পার্টি থেকে ঐশ্বর্যের একটি ছবিও সামনে আসতে দেখা যায়নি।

Next Article