সুশান্ত সিং রাজপুতের নামে চালু হবে জাতীয় পুরস্কার?

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 20, 2021 | 1:52 PM

সূত্রের খবর, জাতীয় পুরস্কারের কোনও একটি বিভাগে সুশান্তের নামাঙ্কিত একটি পুরস্কার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে প্রস্তাব এখনও পাশ হয়নি। তবে এই প্রস্তাব পাশ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

সুশান্ত সিং রাজপুতের নামে চালু হবে জাতীয় পুরস্কার?
সুশান্ত সিং রাজপুত।

Follow Us

প্রয়াত বলিউড (bollywood) অভিনেতা (Actor) সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) এবার অন্য ভাবে সম্মান জানানোর পরিকল্পনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, সুশান্তের নামে এবার চালু হতে পারে জাতীয় পুরস্কার। সূত্রের খবর, জাতীয় পুরস্কারের কোনও একটি বিভাগে সুশান্তের নামাঙ্কিত একটি পুরস্কার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে প্রস্তাব এখনও পাশ হয়নি। তবে এই প্রস্তাব পাশ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। যদিও তা সময়সাপেক্ষ। কিন্তু এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও আধিকারিকই কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন, ‘আমার হাসির একমাত্র কারণ তুমি’, পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা রাজকুমারের

অন্যদিকে সুশান্তের জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি ছবি। এখনও পর্যন্ত ছবির নাম ঠিক করা হয়েছে ‘ন্যায়: দ্য জাস্টিস’। দিলীপ গুলাটি পরিচালিত ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাহুল শর্মা এবং সরলা সারৌগি। সুশান্তের চরিত্রে অভিনয় করছেন জুবের কে খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লাকে।

গত ১৪ জুন মুম্বইতে বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর এই ঘটনা আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। পরে এই ঘটনায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ এবং আটক করা হয়। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। এর মধ্যে সত্যিই যদি সুশান্তের নামাঙ্কিত জাতীয় পুরস্কার চালু হয়, তা নিঃসন্দেহে সুশান্তের অনুরাগীদের কাছে খুশির খবর।

আরও পড়ুন, নিজের মেয়ে এবং শাহরুখের ছেলেকে পাশাপাশি দেখে কী প্রতিক্রিয়া দিলেন জুহি?

Next Article