‘শোলে’র বিশেষ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের, ৪৯ বছর পরে মিলল খোঁজ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 04, 2025 | 5:41 PM

Sholey: ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। যে ছবি এখনও ভারতীয় সিনেমার এক ধ্রুপদী সৃষ্টি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, এবং আমজাদ খানের অনবদ্য অভিনয় এই ছবিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

শোলের বিশেষ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের, ৪৯ বছর পরে মিলল খোঁজ

Follow Us

১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। যে ছবি এখনও ভারতীয় সিনেমার এক ধ্রুপদী সৃষ্টি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, এবং আমজাদ খানের অনবদ্য অভিনয় এই ছবিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ছবির কাহিনি, সংলাপ, এবং চরিত্রগুলি সময় পেরিয়ে আজও জনপ্রিয়। তবে, এই ছবির মুক্তির সময় সেন্সর বোর্ডের সিদ্ধান্ত এবং কিছু দৃশ্য বাদ দেওয়া নিয়ে বিতর্ক ছিল।

গব্বর সিংহ এবং রহিম চাচার ছেলে আহমেদের হত্যার দৃশ্যটি ছিল ছবির অন্যতম চমকপ্রদ এবং সংবেদনশীল অংশ। পরিচালক রমেশ সিপ্পি দৃশ্যটিকে আরও বাস্তবধর্মী করতে চেয়েছিলেন। ছবির ভাইরাল হওয়া সেই শুটিংয়ের স্থিরচিত্রে দেখা যায়, গব্বর (আমজাদ খান) আহমেদ (সচিন পিলগাঁওকর)-এর গলা চেপে ধরছেন। এই দৃশ্যটিকে সেন্সর বোর্ড অত্যন্ত হিংস্র বলে মনে করেছিল এবং ছবির মূল কাহিনি থেকে সেটিকে বাদ দেওয়া হয়।

‘শোলে’র মতো একটি কালজয়ী সিনেমা যে সময়ের সঙ্গে আরও গভীর চর্চার বিষয় হয়ে উঠেছে, তার একটি উদাহরণ এই দৃশ্যটি। অনেকেই মনে করেন, বাদ পড়া দৃশ্যগুলি ছবির গভীরতাকে আরও বাড়িয়ে তুলতে পারত। তবুও, বাদ দেওয়া দৃশ্য ছাড়াই ‘শোলে’ তার শক্তিশালী গল্প, সংলাপ, এবং চরিত্রায়ণে দর্শকের মন জয় করেছে।

সিনেমাটি কেবল একটি ছবি নয়, এটি ভারতীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এর সংলাপ, গান, এবং চরিত্রগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনে দাগ কেটেছে। এখনও বলিউডে ‘শোলে’র মতো সিনেমা তৈরির প্রয়াস নতুন পরিচালকদের অনুপ্রাণিত করে চলেছে।

Next Article