অমিতাভ বচ্চন এবং তাঁর গোটা পরিবারকে নিয়ে বর্তমানে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চনের নাকি ডিভোর্স হচ্ছে। যা নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে। এরই মাঝে আবারও হিট অভিনেতা সঞ্চালিত রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। কয়েক দিন আগে তাঁর এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা আমির খান এবং তাঁর ছেলে জুনেদ খান। নায়কের ছেলেও ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখছেন।
ইতিমধ্য়ে তাঁর অভিনীত নেটফ্লিক্সের সিনেমা খুবই আলোচিত হয়েছে দর্শক মহলে। এই মঞ্চেই তো নায়ক প্রকাশ্যে এনেছিলেন বিগ বি এবং তাঁর স্ত্রী জয়া বচ্চনের বিয়ের কার্ড। যা দেখে অভিনেতা নিজে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এবার আমিরের সামনে অমিতাভ জুনেদকে যা প্রশ্ন করে বসলেন তা শুনে রীতিমতো অবাক হবে। বিগবি-এর প্রশ্ন শুনে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল আমির পুত্রের। কিন্তু এমন কী প্রশ্ন করেছিলেন অভিনেতা যা দেখে এই অবস্থা হল জুনেদের?
আমির-জুনেদের সেই পর্ব এখনও সম্প্রচারিত না হলেও তাঁদের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে নিজেক প্রেমজীবনের কথা প্রকাশ্যে আনেন জুনেদ। ভিডিয়োয় দেখা গিয়েছে, জুনেদ বিগবিকে প্রশ্ন করেন নিজের বিয়ের দিন অমিতাভ উত্তেজিত ছিলেন নাকি চিন্তিত ছিলেন? যা শুনে অবশ্য় আমির চমকে ওঠেন। তিনি বলেন, “এটা কী ধরনের প্রশ্ন! এ রকম প্রশ্ন কেউ করে নাকি!” বিগ বি-ও কম যান না। তাঁর প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, “ভাই, আপনার তো এখনও বিয়ে হয়নি। কিন্তু, আপনার জীবনে কি কেউ আসতে চলেছেন?” তবে এই প্রশ্নে কী উত্তর দিয়েছেন আমির পুত্র তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।