সংসার বাড়ছে ঐশ্বর্য-অভিষেকের!আরাধ্যার জন্মের ১৩ বছর পর বড় সিদ্ধান্ত যুগলের?
Abhishek-Aishwarya: অবশেষে সকলের সব উত্তর মিলল। দ্বিধা মিটল। এত দিন ধরে দর্শকের মনে যে প্রশ্ন তৈরি হয়েছিল একটা ছবি বন্ধ করে দিল সব আলোচনা। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। প্রায় এক বছর হতে চলল। চারিদিকে একটাই খবর শোনা যায় যে ডিভোর্সের পথে এগিয়েছেন ঐশ্বর্য এবং অভিষেক।
অবশেষে সকলের সব উত্তর মিলল। দ্বিধা মিটল। এত দিন ধরে দর্শকের মনে যে প্রশ্ন তৈরি হয়েছিল একটা ছবি বন্ধ করে দিল সব আলোচনা। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। প্রায় এক বছর হতে চলল। চারিদিকে একটাই খবর শোনা যায় যে ডিভোর্সের পথে এগিয়েছেন ঐশ্বর্য এবং অভিষেক। এমনকি শোনা গিয়েছিল নিজের শ্বশুরবাড়ি ছেড়ে নায়িকা নিজের ফ্ল্যাটে গিয়ে থাকছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে।
তবে এই ডিভোর্স প্রসঙ্গে কোনও কথা বলেননি তারকা দম্পতির কেউই। বরং মুখে কুলুপ এঁটেছিলেন। রেগে গিয়ে পুত্র এবং পুত্রবধূর পক্ষ নিয়ে পরোক্ষ ভাবে মন্তব্য করেন অমিতাভ বচ্চন । তার পর সব আলোচনা বন্ধ করলেন জুনিয়র বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্য। সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠানে ফ্রেমবন্দি হন যুগলে। সেই ছবি দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁদের অনুরাগীরা। এবার আরও এক নতুন খবর। শোনা যাচ্ছে অরাধ্যার নাকি ভাই-বোন আসছে। সম্প্রতি রীতেশ দেশমুখের একটি শোয়ে এসে তারই আভাস দিয়েছেন অভিষেক।
‘কেস তো বনতা হ্যায়’ শোয়ের সঞ্চালক হলেন রীতেশ। সেখানেই অতিথি হিসাবে এসেছিলেন অভিষেক। সেখানেই বন্ধু রীতেশ খোঁচা দিয়ে অভিষেককে প্রশ্ন করেন, ‘অমিতাভজি, ঐশ্বর্য, আরাধ্যা, আপনার নামও ‘এ’ অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কী ভুল করেছেন?’
অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অভিষেক, আরাধ্যা….’। তার পরেই অভিষেককে থামিয়ে দেন রীতেশ। দিয়ে আবার প্রশ্ন করেন, “আরাধ্যার পরে…” অভিষেকও মজা করতে ভালবাসেন। অভিনেতা বলেন, “না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।” রীতেশের কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান জুনিয়র বচ্চন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতেশকে হুমকি দিয়ে বলেন তিনি অভিনেতার থেকে বয়সে এবং কাজে অনেকটাই সিনিয়র। তিনি যেন বুঝে কথা বলেন।