বাবা অমিতাভের জন্য নতুন ‘বেবি’ ঘরে আনলেন অভিষেক, জয়া-ঐশ্বর্য জানেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 15, 2024 | 4:19 PM

Bollywood Gossip: সঙ্গে এ কোন বেবির কথা বললেন? ৮১ বছর বয়সে এসে সন্তান? আরে না না, এই বেবি কোনও সন্তান নয়। অভিষেকের হাত ধরে তা বচ্চন পরিবারে এলেও, তা নিয়ে জয়া বচ্চন কিংবা ঐশ্বর্য রাই বচ্চনের বিচলিত হওয়ার কোনও কারণই নেই।

বাবা অমিতাভের জন্য নতুন বেবি ঘরে আনলেন অভিষেক, জয়া-ঐশ্বর্য জানেন?

Follow Us

বচ্চন পরিবারের অন্দর মহলের সম্পর্কের সমীকরণ কেমন, তা নিয়ে নিত্য সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা জায়গা করে নিয়ে থাকে। অমিতাভ বচ্চনের সঙ্গে জয়া বচ্চন, জয়ার সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, কিংবা জয়া বচ্চনের সম্পর্ক আদপে কেমন তা নিয়ে নিত্য কৌতুহল দেখিয়ে থাকেন নেটিজ়েনরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে যেন ধোঁয়াশা ক্রমেই বাড়তে থাকে। কারণ একটাই, এই পরিবার নিয়ে সিনেপাড়ায় এত জল্পনা বর্তমান, এত চর্চা বর্তমান, যে বিষয়গুলো কোনও মতেই নজর এড়ায় না। কিছুদিন আগেই নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্টে এসে জয়া বচ্চন স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর কাছে মেয়ে বেশি প্রিয়। তবে যাঁর সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন, অভিষেক ও অমিতাভের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মজবুত।

যার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে। আর সেই ঝলক আরও একবার সোশ্যাল মিডিয়ায় নজরে এল। অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। এবার তিনি একটি হেড আই কভার পরে দিলেন ছবি। সঙ্গে এ কোন বেবির কথা বললেন? ৮১ বছর বয়সে এসে সন্তান? আরে না না, এই বেবি কোনও সন্তান নয়। অভিষেকের হাত ধরে তা বচ্চন পরিবারে এলেও, তা নিয়ে জয়া বচ্চন কিংবা ঐশ্বর্য রাই বচ্চনের বিচলিত হওয়ার কোনও কারণই নেই।


অভিষেক বচ্চনের হাত ধরেই ‘অ্যাপল ভিশন প্রো’র সঙ্গে তার পরিচয় ঘটল অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য সামনে এনেই তিনি লিখলেন, ‘ওয়াও… অ্যাপল ভিশন প্রো… সিম্পলি বিয়ন্ড দ্য বিয়ন্ড…, এই ‘বেবি’কে চোখে দেওয়ার পর পর্দায় কিছু দেখার অভিজ্ঞতা আর আগের মতো থাকবে না। অভিষেক এর সঙ্গে আমার পরিচয় করাল….’। তা নিয়ে এখন বেশ মজায় আছেন বিগ বি।

Next Article