‘তোমার সঙ্গে শুতে চাই!’ বলিউডের এক নম্বর নায়িকাকে সটান বললেন অভিষেক বচ্চন, তারপর…
কখনও করিশ্মা কাপুর, তো কখনও রানি মুখোপাধ্য়ায়রে নাম জুড়েছিল তাঁর। তবে শেষমেশ, ঐশ্বর্য রাই বচ্চনকে ভালবেসে, তাঁর গলায় মালা দিলেন অভিষেক। তবে এখন তো তাঁদের বিচ্ছেদের খবরেই তোলপাড় বলিউড। কিন্তু জানেন কী বহু আগে বলিউডের এক নায়িকার কাছে আজব আবদার করেছিলেন জুনিয়র বচ্চন!

বলিউডে পা দেওয়ার পর থেকে সিনেমা হিট করুক না করুক। বলিউডের প্রেমের গুঞ্জনে একসময় সুপারহিট ছিলেন অভিষেক বচ্চন। কখনও করিশ্মা কাপুর, তো কখনও রানি মুখোপাধ্য়ায়রে নাম জুড়েছিল তাঁর। তবে শেষমেশ, ঐশ্বর্য রাই বচ্চনকে ভালবেসে, তাঁর গলায় মালা দিলেন অভিষেক। তবে এখন তো তাঁদের বিচ্ছেদের খবরেই তোলপাড় বলিউড। কিন্তু জানেন কী বহু আগে বলিউডের এক নায়িকার কাছে আজব আবদার করেছিলেন জুনিয়র বচ্চন! যা শুনে নায়িকা রাগেননি, বরং হেসে ছিলেন জোরে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা ১৯৮২। সেই সময়ই জিনত আমানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি হিট দিচ্ছেন অমিতাভ বচ্চন। সেই সময়ই কাঠমাণ্ডুতে মহান ছবির শুটিং করতে যান অমিতাভ ও জিনত। সেই শুটিংয়ে অমিতাভের সঙ্গে যান ছোট্ট অভিষেকও।
ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ ছিল অভিষেক বচ্চনের। সেই আগ্রহের কারণেই বাবার সঙ্গে ছবির শুটিংয়ে যেতেন মাঝে মধ্যে। তবে অমিতাভ সব শুটিংয়েই যে অভিষেককে নিয়ে যেতেন তা নয়, বরং কোনও আউটডোর থাকলে, তখনই বিগ বির পিছু নিতেন অভিষেক। সেবারটিও তাই হল।
জিনতকে কী বলেছিলেন অভিষেক?
সেদিনের মতো শুটিং শেষ। রাত তখন প্রায় ৯ টা। হোটেলের একটি রুমে বসেই আড্ডা চলছিল। আড্ডা দিচ্ছিল গোটা ছবির টিম। সেখানেই সোফার এক কোণায় বসে ছিলেন অভিষেক বচ্চন। রাত একটু বাড়তেই জিনত উঠে নিজের রুমের দিকে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই জিনতের হাত ধরে টেনে নেন অভিষেক। ব্যস, তারপরই সটান প্রশ্ন, তুমি কোথায় যাচ্ছ? জিনত বললেন, এবার ঘুমোতে হবে আমার। তাই রুমে যাচ্ছি! ব্যস, ঠিক সেই সময়ই ছোট্ট অভিষেকের মুখে আজব আবদার। জিনতকে অভিষেককে সোজা বলেন, তুমি আমার সঙ্গে শোবে! ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে হেসে কুপোকাত জিনত। জুনিয়র বচ্চনের গাল টিপে জিনত জানালেন, তুমি আগে বড় হও, তারপর শোবো! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানালেন ছোটবেলার এমন এক মজার কথা।
