অমিতাভের আর্থিক দুর্দশায় অভিষেককে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল!

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 21, 2021 | 8:08 PM

নব্বইয়ের দশকে অমিতাভের কোম্পানি ‘এবিসিএল’ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। সে সময় নাকি বাবার পাশে দাঁড়িতে লেখাপড়া ছেড়ে কাজের খোঁজ করতে শুরু করেন অভিষেক।

অমিতাভের আর্থিক দুর্দশায় অভিষেককে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল!
বাবার সঙ্গে অভিষেক।

Follow Us

সময় কারও সমান যায় না। সুখের সময় থাকলে, দুঃখও পেতে হয়। আবার ঠিক উল্টোটাও সত্যি। অর্থ, মান, যশ, খ্যাতি- সব দিক থেকেই বলিউডের প্রথম সারির পরিবার হিসেবে যে সব পরিবারকে বিবেচনা করা হয়, তাঁদের মধ্যে বচ্চন পরিবার অন্যতম। কিন্তু বচ্চন পরিবারও দুঃসময় কাটিয়েছে। এক সময় অমিতাভের (Amitabh Bachchan) আর্থিক অবস্থা নাকি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, পড়াশোনা ছেড়ে বাবার পাশে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন অভিষেক (Abhishek Bachchan)!

নব্বইয়ের দশকে অমিতাভের কোম্পানি ‘এবিসিএল’ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। সে সময় নাকি বাবার পাশে দাঁড়িতে লেখাপড়া ছেড়ে কাজের খোঁজ করতে শুরু করেন অভিষেক। সম্প্রতি ইউটিউবার রণবীর আলহবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সব স্ট্রাগলের দিনের কথা শেয়ার করেছেন অভিষেক।

আরও পড়ুন, ‘ইন্ডাস্ট্রিতে কেউ সাহায্য করেননি’, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন মিনিশা

অভিষেকের কথায়, “সত্যি বলতে কি, সে সময় আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। বস্টনে পড়াশোনা করতাম। বাবার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এবিসিএল-এর ব্যবসা মার খায়। আমি বাবাকে সাহায্য করার জন্য যথেষ্ট শিক্ষিত ছিলাম না। কিন্তু ছেলে হিসেবে মনে হয়েছিল, সে সময় বাবার পাশে থাকা দরকার। তাই পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় সাহায্য করতে শুরু করেছিলাম।”

অভিষেক আরও জানিয়েছেন, সে সময় যশ চোপড়ার কাছে কাজ চাইতে গিয়েছিলেন স্বয়ং অমিতাভ। কারণ কেরিয়ার বা ব্যবসা কোনওটাই ঠিক চলছিল না। অমিতাভ নাকি নিজে থেকেই বলেছিলেন, তাঁর কাছে কোনও কাজ নেই। কোনও ছবি চলছে না তাঁর। কেউ তাঁকে কাজ দিচ্ছেন না। সে সময় ‘মহব্বতে’ ছবির অফার পান তিনি। একই সঙ্গে টেলিভিশনে শুরু হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই দুটোই ক্লিক করে যায়। ফলে বচ্চন পরিবার ফের সুসময়ের মুখ দেখে।

Next Article