‘ইন্ডাস্ট্রিতে কেউ সাহায্য করেননি’, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন মিনিশা

মিনিশা জানিয়েছেন, সে সময় ‘যশ রাজ ফিল্মস’ থেকে ডাক পাওয়ার পর কিছুটা ভাগ্য সহায় হয়েছিল। তিনি মনে করেন, যেটুকু কাজ করেছেন সৎ ভাবে করেছেন। সে কারণেই কোনও রকম গড ফাদার না থাকা সত্ত্বেও বড় প্রোডাকশনে কাজ করার সুযোগ পেয়েছিলেন।

‘ইন্ডাস্ট্রিতে কেউ সাহায্য করেননি’, স্ট্রাগল নিয়ে মুখ খুললেন মিনিশা
মিনিশা লাম্বা।
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 7:41 PM

নয়ের দশকে বেশ কিছু বলিউডি (bollywood) ছবিতে অভিনয় করেছিলেন মিনিশা লাম্বা (Minissha Lamba)। অভিনেত্রী (Actress) হিসেবে নিজের পায়ের তলার জমি শক্ত করতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই যেন ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান নায়িকা। মূলত অফার কমে যাওয়াতেই তাঁকে আর সে ভাবে বড়পর্দায় দেখা যায়নি। এতদিন পরে এক সাক্ষাৎকারে নিজের বলিউডি স্ট্রাগল নিয়ে মুখ খুলেছেন মিনিশা।

মিনিশা জানিয়েছেন, সুজিত সরকার তাঁকে এক রকম আবিষ্কার করেছিলেন। তারপর ‘ইয়াহা’ তৈরি হতে সময় লেগেছিল মাত্র ছ’মাস। মূল ধারার বাণিজ্যিক ছবিতে তাঁর ডেবিউ হয়নি বলেই কি সকলে তাঁকে ব্রাত্য করে রেখেছিলেন?

মিনিশার কথায়, “সে সময় কেউ আমার ম্যানেজার হতে চাননি। প্রত্যেকেই কোনও না কোনও অজুহাত দিতেন। আর্ট হাউজ ঘরানার ছবি নিয়ে কাজ শুরু করেছিলাম বলে কেউ আমার উপর সময় নষ্ট করতে চাইত না। সব কিছু নিজে করেছিলাম। কেউ আমার হয়ে কারও কাছে কাজের জন্য বলেননি। তবে ভাগ্যের উপরও অনেক কিছু নির্ভর করে।”

আরও পড়ুন, ছেলেরা চায় আমি আবার বিয়ে করি, বললেন ৪১ বছরের ঊর্বশী

মিনিশা জানিয়েছেন, সে সময় ‘যশ রাজ ফিল্মস’ থেকে ডাক পাওয়ার পর কিছুটা ভাগ্য সহায় হয়েছিল। তিনি মনে করেন, যেটুকু কাজ করেছেন সৎ ভাবে করেছেন। সে কারণেই কোনও রকম গড ফাদার না থাকা সত্ত্বেও বড় প্রোডাকশনে কাজ করার সুযোগ পেয়েছিলেন।

‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘বচনা অ্যায় হাসিনো’র মতো ছবির অভিনেত্রী মিনিশার দাম্পত্যও সুখের হয়নি। তিনি মনে করেন, যে সম্পর্কে সুখী ছিলেন না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বরং অনেক ভাল আছেন।