সিনেমার চরিত্র নিয়ে মনে প্রশ্ন! স্ত্রীর পরামর্শেই সিদ্ধান্ত বদল আবিরের
কোথাও পুলিশ আবার কোথাও গোয়েন্দা গিরিতেই ব্যস্ত তিনি, তবে প্রায় দুবছর আগে 'ডিপ ফ্রিজ' ছবিতে একদম অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন আবির। আবির অবশ্যই স্বীকার করেছেন, প্রথমে তিনি পরিচালক অর্জুন দত্তকে ফিরিয়ে দিয়েছিলেন।

চলতি বছর অভিনেতা আবির চট্টোপাধ্যায় তাঁর অনুরাগীদের একের পর এক ছবি উপহার দিয়েছেন। কিছুদিন আগেই দুর্গাপুজোর একসঙ্গে জোড়া ছবি বড়পর্দায় মুক্তি পেয়েছে, সঙ্গে তাঁর আরও একটি ছবি ‘ডিপ ফ্রিজ ‘ জাতীয় পুরস্কার পেয়েছে। স্বাভাবিক ভাবেই ভাল সময় যাচ্ছে অভিনেতার। কোথাও পুলিশ আবার কোথাও গোয়েন্দা গিরিতেই ব্যস্ত তিনি, তবে প্রায় দুবছর আগে ‘ডিপ ফ্রিজ’ ছবিতে একদম অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন আবির। আবির অবশ্যই স্বীকার করেছেন, প্রথমে তিনি পরিচালক অর্জুন দত্তকে ফিরিয়ে দিয়েছিলেন। কিছুতেই পছন্দ ছিল না ‘ডিপ ফ্রিজ’ চিত্রনাট্য। তবে কেবলমাত্র আবিরের স্ত্রীর কথাতেই দ্বিতীয়বার ভাবনা চিন্তা করেছেন ছবিটি করা নিয়ে।
আবির বলেন, “আমি নিজেকে ঠিক ওই জায়গায় বসাতে পারছিলাম না, সঙ্গে ডেট-এরও একটা সমস্যা ছিল। পরবর্তী সময়ে আমার স্ত্রী বললেন এই চরিত্রটা আমার ইমেজ থেকে একদম আলাদা, সিনেমাটা করা উচিত, ধন্যবাদ আমার স্ত্রীকে। সঠিক উপদেশ দেওয়ার জন্য। ওর বলার জন্যই দ্বিতীয় বার চিন্তা করেছিলাম। তবে ছবির চিত্রনাট্য নিয়ে আমার অনেক কথা হয়েছে অর্জুনের সঙ্গে, এরপর যে খসড়াটা হয়েছে সেটাই আজ জাতীয় পুরস্কার পেল।”
TV9 বাংলা থেকে প্রশ্ন করে, এই ছবি করার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন? উত্তরে আবির হেসে বলেন,” অবশ্যই জানিয়েছি”। আরও বললেন তিনি, “আসলে এই চরিত্রটা ‘গ্রে’ ঠিক বলব না, তবে এই চরিত্রটা দেখে দর্শকদের একদম অন্য এক আবিরের অভিনয় দেখবে। আমরা অভিনেতা নিজের কমফোর্ট জোন থেকে বেড়িয়ে বিভিন্ন ধরনের কাজ করতে চাই, দর্শকদের সামনে বিভিন্ন রকম চরিত্রে উপস্থিত করতে চাই, দর্শকদের মতো আমি নিজেও দেখতে চাই দর্শক এই চরিত্রটিকে কীভাবে নেয় “।
‘ডিপ ফ্রিজ ‘ জাতীয় পুরস্কার পেলেও আপাতত দর্শকদের জন্য মুক্তি পেতে চলেছে। বক্স অফিসে ছবিটি কতটা সাফলতা পায় সেদিকেই তাকিয়ে গোটা ইউনিট।
