‘একটি নতুন যাত্রা শুরু হতে চলেছে, অপেক্ষার প্রহর দীর্ঘই শেষ হতে চলেছে’… নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ৫৫ সেকেন্ডের টিজার ভাগ করে কথাটি ক্যাপশনে লিখেছেন আবির চট্টোপাধ্যায়। কী রয়েছে টিজারে?
ভুস্বর্গ কাশ্মীরে জঙ্গী হানা। উদ্ধারে আর্মি অফিসার আবির চট্টোপাধ্যায়। বাংলায় নয়, হিন্দিতে সংলাপ বলছেন আবির। হ্যাঁ, এবার আবির। তিনিও হিন্দি বলয়ে ঢুকে পড়লেন। তাঁর এই টিজার হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ সিজিন ২’-এর। নোটবন্দির ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ। যেখানে তিনি একজন আর্মি অফিসার।
টেলিভিশন দিয়ে শুরু। তারপর ‘ক্রস কানেকশন’ দিয়ে বাংলা সিনেমা জগতে আসা। এরপর ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’, ‘সোনাদা’-র মতো গোয়েন্দা চরিত্রে নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন আবির। বাকি ছিল ডিজিটাল মাধ্যমে আসা। এবার সেই দুনিয়াতেও পা রাখতে চলেছেন তিনি। তাও একেবারে হিন্দি সিরিজ দিয়ে। ‘অবরোধ সিজিন ছিল সারজিক্যাল স্ট্রাইকের উপর। যেখানে আর্মি অফিসার রূপে ছিলেন অমিত সাধ। প্রথম সিজিনের পর থেকে সকলে আগ্রহ ছিল দ্বিতীয়তে নতুন কী হবে সেই নিয়ে। এবার সেই অপেক্ষার অবসান। বাংলার দর্শকদের জন্য সুখবরটি তাই নিজেই ভাগ করে নিলেন আবির। তাঁর এই নতুন যাত্রা নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
গত বছর পুজোর সময় কলকাতায় থাকতে পারেননি তিনি। কারণ স্বরূপ জানিয়েছিলেন জীবনে নতুন কিছু পেতে একটু ত্যাগ স্বীকার করতে হয়। তিনি নিয়মে বাঁধা। তাই এর থেকে বেশি কিছু বলতে পারবেন না। এবার সেই বাঁধা সরেছে। আর সামনে এসেছেন তিনি নতুন রূপে। এই সিরিজে তাঁর সঙ্গে দেখা যাবে অহনা কুমার, সঞ্জয় সুরি, নীরজ কবি, মোহন আগাসের মতো অভিনেতাদের।
কিছুদিন আগে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডিজিটাল মাধ্যম আসার ফলে এখন সকল অভিনেতাদের জন্য কাজের জায়গা অনেক বেশি খুলে গিয়েছে। ভাষা আর এখন কোনও অন্তরায় নয়। শুধু নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারলে, কাজের অভাব নেই। কোভিড পরিস্থিতির পর সকলেই নতুন অবস্থার সঙ্গে মানানোর চেষ্টা করছেন বলেই মনে করেন আবীর।
পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্তরা অনেক দিন ধরেই হিন্দি বলয়ে ঢুকে পড়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আবীর চট্টোপাধ্যায়। এ বছর তাঁর অনুরাগীদের জন্য ডবল সুখবর। একদিন তাঁর হিন্দি সিরিজ ‘অবরোধ ২’, অন্যদিকে পুজোয় আবার সোনাদা বেড়োচ্ছে তার জুড়িদার ঝিনুক (ঈশা সাহা) আর আবীরকে (অর্জুন চক্রবর্তী) নিয়ে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ খুঁজতে।