‘তুমি তো মুসলিম…’, মাঝ রাস্তায় কটাক্ষ অভিনেতাকে, তারপর…
সে সমস্যা অবশ্য কাটিয়ে উঠেছেন অভিনেতা। তবে দিনের পর দিন যেভাবে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন তা আজ ভুলতে পারেননি।

মুসলিম হওয়ার জন্য যে এমন বিপাকে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা আলি গনি। তাঁর প্রেমিকাকে জাসমিন বাসিনকে নিয়ে সংসার পাতার আগেই চরম সমস্যার মুখে পড়েছিলেন আলি। সে সমস্যা অবশ্য কাটিয়ে উঠেছেন অভিনেতা। তবে দিনের পর দিন যেভাবে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন তা আজ ভুলতে পারেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ নিয়ে প্রথমবার মুখ খুললেন আলি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০২০ সালে বিগ বসের ঘরে জাসমিনের সঙ্গে প্রেম জমেছিল আলি গনির। বিগ বস শেষ হলেও, তাঁদের প্রেম এখনও চলছে, শোনা যাচ্ছে, চলতি বছরেই তাঁরা বিয়ে সারবেন। ঠিক এমন সময়ই নতুন ঘর ভাড়া খুঁজতে গিয়েই বিপাকে পড়েছিলেন আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলি গনি জানিয়েছেন, আমি একজন কাশ্মীরি মুসলিম। বিনোদুনিয়ায় তা নিয়ে কোনও সমস্যার মুখে পড়িনি। তবে হ্যাঁ, মুম্বইয়ে ঘড় ভাড়া পেতে খুব সমস্যা হয়েছিল। বেশিরভাগ বাড়ির মালিক আমাকে স্পষ্টই বলতেন, তুমি তো মুসলিম, তোমাকে ঘর ভাড়া দেওয়া যাবে না। একজন প্রবীণ বাড়ির মালিক তো আমাকে ঘর থেকে রাস্তায় বার করে দিয়েছিল আর মুখের উপর বলেছিল মুসলিমদের ঘর ভাড়া দিই না। তবে সবাই এমন নয়, এখন যেখানে থাকি, সেখানে কোনও ভেদাভেদ নেই। এখন আর এসব নিয়ে মাথা ঘামাই না। কারণ, আমি ধর্ম নিয়ে এমন ভেদাভেদ বিশ্বাস করি না।

