করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ‘স্পেশাল অপস’ অভিনেতা বিক্রমজিতের

শুভঙ্কর চক্রবর্তী |

May 01, 2021 | 11:07 AM

বিক্রমের শেষ অভিনীত ওয়েব সিরিজ ছিল ‘স্পেশাল অপস’। ডিজনি + হটস্টার-এর এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কে কে মেনন।

Follow Us

আবার বলিউডে এক মৃত্যু। প্রয়াত হলেন অভিনেতা বিক্রমজিৎ কনওয়াড়পাল। মাত্র বাহান্ন বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে আজ মৃত্যু হল বিক্রমজিতের।

পরিচালক অশোক পণ্ডিত টুইটার তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করে লেখেন, ‘“আজ সকালে কোভিডের কারণে অভিনেতা মেজর বিক্রমজিৎ কানওয়ারপালের মৃত্যু সম্পর্কে শুনে খুব দুঃখ হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার, কানওয়ারপাল বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তার পরিবার ও নিকটস্থদের প্রতি আন্তরিক সমবেদনা।’

 

আরও পড়ুন খুনের হুমকি-গালাগাল শোনার পরেও মানুষের জন্য পুলিশি সুরক্ষার প্রস্তাব ছেড়ে দিলেন সিদ্ধার্থ

 

২০০৯ সালে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়ার পরে বিক্রমজিৎ কানওয়ারপালের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। তিনি ‘পেজ-থ্রি’, ‘রকেট সিং’, ‘আরক্ষণ’, ‘মার্ডার-২’, ‘২ স্টেটস’ এবং ‘দ্য গাজি অ্যাটাক’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

 

টেলিভিশনে, তিনি ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’ এবং ‘অনিল কাপুরস চব্বিশ’ এর মতো শোতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। বিক্রমের শেষ অভিনীত ওয়েব সিরিজ ছিল ‘স্পেশাল অপস’। ডিজনি + হটস্টার অরিজিনালস এ সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কে কে মেনন।

 

আবার বলিউডে এক মৃত্যু। প্রয়াত হলেন অভিনেতা বিক্রমজিৎ কনওয়াড়পাল। মাত্র বাহান্ন বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে আজ মৃত্যু হল বিক্রমজিতের।

পরিচালক অশোক পণ্ডিত টুইটার তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করে লেখেন, ‘“আজ সকালে কোভিডের কারণে অভিনেতা মেজর বিক্রমজিৎ কানওয়ারপালের মৃত্যু সম্পর্কে শুনে খুব দুঃখ হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার, কানওয়ারপাল বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তার পরিবার ও নিকটস্থদের প্রতি আন্তরিক সমবেদনা।’

 

আরও পড়ুন খুনের হুমকি-গালাগাল শোনার পরেও মানুষের জন্য পুলিশি সুরক্ষার প্রস্তাব ছেড়ে দিলেন সিদ্ধার্থ

 

২০০৯ সালে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়ার পরে বিক্রমজিৎ কানওয়ারপালের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। তিনি ‘পেজ-থ্রি’, ‘রকেট সিং’, ‘আরক্ষণ’, ‘মার্ডার-২’, ‘২ স্টেটস’ এবং ‘দ্য গাজি অ্যাটাক’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

 

টেলিভিশনে, তিনি ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’ এবং ‘অনিল কাপুরস চব্বিশ’ এর মতো শোতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। বিক্রমের শেষ অভিনীত ওয়েব সিরিজ ছিল ‘স্পেশাল অপস’। ডিজনি + হটস্টার অরিজিনালস এ সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কে কে মেনন।

 

Next Article