শুটিং ফ্লোরে আচমকা অসুস্থ জিতু কমল, কী হল অভিনেতার?
এবছর জিতু কমলের কেরিয়ার গ্রাফ বেশ ভালই। সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশনেও তিনি সুপারহিট। দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জিতু কমলের 'চিরদিনই তুমি যে' আমার ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি কেড়ে নিয়েছে। সম্প্রতি দীতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে জড়ালেও, জিতুর জনপ্রিয়তায় কোনও খেদ পড়েনি।

নতুন ছবি ‘এরাও মানুষ’-এর শুটিং ফ্লোরে আচমকা অসুস্থ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল। টিভি নাইন বাংলাকে অভিনেতার আপ্ত সহায়ক জানিয়েছেন, শুটিং করার সময়ই হঠাৎ করে বুকে ব্যথা অনুভব হয় অভিনেতার। সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে। শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হওয়ায়, আর দেরি না করে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। জিতুর সঙ্গে ‘এরাও মানুষ’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে।
এবছর জিতু কমলের কেরিয়ার গ্রাফ বেশ ভালই। সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশনেও তিনি সুপারহিট। দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জিতু কমলের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি কেড়ে নিয়েছে। সম্প্রতি দীতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে জড়ালেও, জিতু ও দিতিপ্রিয়ার জনপ্রিয়তায় কোনও খেদ পড়েনি। বরং জিতু-দীতিপ্রিয়া জুটি এখন দর্শকদের চোখের মণি। সব বিতর্ক ভুলে দুজনেই ফের জুটি বেঁধে জমিয়ে দিচ্ছেন ছোটপর্দা।
তবে শুধুই এই ধারাবাহিক নয়, শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ‘গৃহপ্রবেশ’ ছবিতে জিতুর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। এই সময়ে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত জিতু। যার মধ্যে রয়েছে পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ’। এখানে শ্রাবন্তীর সঙ্গে ফের জুটিতে দেখা যাবে জিতুকে। এর আগে ‘বাবুসোনা’ ছবিতে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন জিতু। অনুরাগীদের প্রার্থনা খুব শীঘ্রই সুস্থ হয়ে ফের ফ্লোরে ফিরবেন জিতু।
