AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিছন থেকে খুনের চেষ্টা, অভিনেতা কৌশিকের কথায় চমকে ওঠেন সৌরভ

kaushik Banerjee: এক ভয়াবহ গল্প শোনালেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। যা শুনে রীতিমতো চমকে গেলেন দাদা। নিজের সিনেমা সফরে বিভিন্ন স্মৃতির ভিড়ে মধ্যে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল কৌশিকের থিয়েটার মঞ্চে। সেদিন তিনি অভিনেত্রী লাবনীর সঙ্গে অভিনয় করছিলেন।

পিছন থেকে খুনের চেষ্টা, অভিনেতা কৌশিকের কথায় চমকে ওঠেন সৌরভ
| Updated on: Mar 18, 2024 | 12:56 PM
Share

টলিউডের দাপটে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। ছবি থেকে থিয়েটারের মঞ্চ, বারবার সকলের নজর কেড়েছেন ভাল অভিনয়ে। আজও থিয়েটার তাঁর প্রাণ। এই অভিনয় সফরে বিভিন্ন অভিনেতার বিভিন্ন অভিজ্ঞতা হয়। কখনও কেউ ভূতের কবলে পড়ছেন, কখনও আবার কেউ মৃত্যুকে খুব সামনে থেকে দেখছেন। এবার দাদাগিরির মঞ্চে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তেমনই এক ভয়াবহ গল্প শোনালেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। যা শুনে রীতিমতো চমকে গেলেন দাদা। নিজের সিনেমা সফরে বিভিন্ন স্মৃতির ভিড়ে মধ্যে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল কৌশিকের থিয়েটার মঞ্চে। সেদিন তিনি অভিনেত্রী লাবনীর সঙ্গে অভিনয় করছিলেন।

দৃশ্যে তিনি ও লাবনী ছাড়া আর কারও থাকার কথা নয়। তিনি ও লাবনী মুখোমুখি দাঁড়িয়ে। এমন সময় তিনি অনুভব করেন পিছন থেকে কেউ একজন আসছে। কৌশিক বন্দ্যোপাধ্যায় মনে একটা খটকা লাগে, মুহূর্তে তিনি পেছন ফিরে তাকান এবং দেখেন এক অজ্ঞাত পরিচয়ের লোক হাতে সাইকেলের চেইন নিয়ে তাঁকে মারতে গিয়ে আসছে। দেখামাত্রই তিনি থিয়েটার থামিয়ে দেন, তার কলার চেপে ধরেন। মুহূর্তে সেখানে নিরাপত্তা ব্যবস্থায় যারা ছিলেন, পুলিশ থেকে শুরু করে সহকারী প্রত্যেকে ছুটে এসে সেই ব্যক্তিকে আটক করেন।

কৌশিকের গল্প শুনে রীতিমতো হা হয়ে থাকেন সৌরভ। কৌশিকের মতো অভিনেতারা বারবার ভাল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। থিয়েটার মঞ্চ তাঁদের কাছে মন্দিরের মতো। আক্ষেপের সঙ্গে অভিনেতা জানালেন আর কতদিন থিয়েটারটা করে যেতে পারবেন জানেন না, তবে অভিনেতারা যতদিন প্রাণ আছেন অভিনয়টা করে যেতেই চান। সচরাচর কাউকে অবসর নিতে দেখা যায় না। ভাল চরিত্র না পাওয়া ভাল প্রস্তাব না পাওয়া একটা সময় আক্ষেপ সৃষ্টি করে অভিনেতাদের মনে। তবুও টিকে থাকতে চান সকলেই।