AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নোংরামির দিকে নিয়ে যাবেন না…’, বিতর্কে ইতি টানতে কী করলেন ঋজু?

মহিলার অভিযোগ ঋজু রাতবিরেতে তাঁকে মেসেজ করে উত্যক্ত করেছেন। তবে শুধুই একটি মহিলা নন, এরপর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক স্ক্রিনশট। বহু মহিলাই ঋজুর বিরুদ্ধে এই একই অভিযোগ আনেন। ঋজুর জীবনে সুনামির মতো আছড়ে পরে এই বিতর্ক।

'নোংরামির দিকে নিয়ে যাবেন না...', বিতর্কে ইতি টানতে কী করলেন ঋজু?
| Updated on: Nov 03, 2025 | 3:33 PM
Share

গত কয়েকদিন ধরে অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত, এক উঠতি মহিলার স্ক্রিনশট, যেখানে ঋজু বিশ্বাস লিখেছিলেন বিটউইন ইউ লুক গুড ইন শাড়ি! মহিলার অভিযোগ ঋজু রাতবিরেতে তাঁকে মেসেজ করে উত্যক্ত করেছেন। তবে শুধুই একটি মহিলা নন, এরপর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক স্ক্রিনশট। বহু মহিলাই ঋজুর বিরুদ্ধে এই একই অভিযোগ আনেন। ঋজুর জীবনে সুনামির মতো আছড়ে পরে এই বিতর্ক। এবার সেই শাড়ি বিতর্কে ইতি টানতে নিজেই মুখ খুললেন বউ কথা কও খ্যাত অভিনেতা। ফেসবুক লাইভে এসে চাইলেন ক্ষমাও।

কী বললেন ঋজু?

ঋজুর এই শাড়ি বিতর্কে এদিকে যেমন তাঁকে ঘিরে নানা ট্রোল শুরু হয়েছে। তেমনি আরেকদিকে ঋজু মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই মনে করছেন, কোনও কারণে অবসাদগ্রস্ত ঋজু, আর সেই কারণেই এমনটি করেছেন তিনি। তবে এবার ট্রোলের ধারাকে ইতি দিতে নিজেই মাঠে নামলেন অভিনেতা। স্পষ্ট জানালেন, গোটা বিষয়টাই তিনি খুবই হতাশ ও বিরক্ত।

ঋজু জানিয়েছেন, শুধু তাঁকে নিয়ে নয়। সোশাল মিডিয়ায় তাঁর মাকেও শুনতে হচ্ছে কটাক্ষ। সেই কটাক্ষের কারণে অভিনেতার মা তাঁকে বলেছেন, সবাই তাঁর উপর বিরক্ত। আর মায়ের কথাতেই এই লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করছেন ঋজু।

ঋজু বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার কিছু দাদা রয়েছেন, কিছু দিদিরাও রয়েছেন তাঁরা সকলে আমার সঙ্গে কথা বলেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই আমি কিন্তু কাউকে কোনও রকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি, বা বলতে চাইনি। তাই আমার মন্তব্য যদি কারুর খারাপ লেগে থাকে, আমি তাঁদের কাছে সরি বলছি। আর এই জিনিসটাকে নোংরামির দিকে নিয়ে যাবেন না দয়া করবেন। আমার কোনও বাজে বা খারাপ উদ্দেশ্য কখনওই ছিল না। বাকিটা আপনাদের উপর।আপনারা ভালো থাকবেন।’