‘…বারবার করবে’, কার উদ্দেশ্যে এ কথা লিখলেন নীলাঞ্জনা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 23, 2024 | 12:38 PM

বছর শেষেও বিতর্ক জারি। প্রায় অনেকগুলো মাস হতে চলল ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিনেতা যিশু সেনগুপ্তর সংসার ভাঙছে। তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত এবং দুই মেয়ে আলাদা থাকছেন। নীলাঞ্জনা অনেক দিন হল আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। তার পর থেকেই সকলের সামনে আসে এই সমস্যা।

...বারবার করবে, কার উদ্দেশ্যে এ কথা লিখলেন নীলাঞ্জনা?

Follow Us

বছর শেষেও বিতর্ক জারি। প্রায় অনেকগুলো মাস হতে চলল ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিনেতা যিশু সেনগুপ্তর সংসার ভাঙছে। তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত এবং দুই মেয়ে আলাদা থাকছেন। নীলাঞ্জনা অনেক দিন হল আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। তার পর থেকেই সকলের সামনে আসে এই সমস্যা।

যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্য়ে কোনও কথা বলেননি তাঁরা। বরং নীলাঞ্জনা এবং যিশু নিজেদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা হোক একেবারেই চান না। তবে নীলাঞ্জনার একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি অনেক কিছুই আভাস দেয়। বছর শেষেও অভিনেত্রী তথা প্রযোজকের পোস্টে দেখা গেল কটাক্ষের সুর। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে যিশু অভিনীত ছবি ‘খাদান’। সেই ছবি নিয়ে এখন জোর চর্চা টলিপাড়ায়।

দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নায়ক। গত এক মাস ধরে গোটা বাংলা জুড়ে ছবির প্রচার সেরেছেন তাঁরা। যিশু-দেবের অভিনয় নিয়ে প্রশংসা চারিদিকে। এই পরিস্থিতিতে আবার নতুন পোস্ট করলেন নীলাঞ্জনা। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে তিনি লিখেছেন, “মানুষ সম্পর্কে একটা বিষয় আমি শিখলাম। যদি একবার কেউ এমন একটা কাজ করে, তাহলে সে বার বার সেই কাজ করবে।” নীলাঞ্জনার এই পোস্ট দেখে অনেকই আন্দাজ করেছেন। তিনি বোধহয় পরোক্ষ ভাবে যিশুকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন। তবে সত্যিই কি তাই? সেটা নিশ্চিত করে বলা মুশকিল। অনেক দিন হয়ে গেল যিশু নীলাঞ্জনাকে একসঙ্গে দেখা যায়নি। নিজের দুই মেয়ে, বোন ও তাঁর পরিবারকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছেন তিনি। নিজের নতুন প্রযোজনা সংস্থার কাজে ব্যস্ত। অন্য দিকে যিশুও ব্যস্ত। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি।

Next Article