পরেছিলেন ফুলের পোশাক! কুৎসিত সমালোচনার সম্মুখীন দেবলীনা, ‘মনে হচ্ছে…’

Debolina Dutta: সম্প্রতি শহরের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু পরিচিত মুখ দেবলীনা দত্ত। কিন্তু তাঁর জন্য যে এরকমটা শুনতে হবে তা বোধহয় নিজেও ভাবেননি তিনি।

পরেছিলেন ফুলের পোশাক! কুৎসিত সমালোচনার সম্মুখীন দেবলীনা, 'মনে হচ্ছে...'
কুৎসিত সমালোচনার সম্মুখীন দেবলীনা
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 8:00 AM

সম্প্রতি শহরের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু পরিচিত মুখ দেবলীনা দত্ত। কিন্তু তাঁর জন্য যে এরকমটা শুনতে হবে তা বোধহয় নিজেও ভাবেননি তিনি। চরম কটাক্ষের সম্মুখীন হতে হল তাঁকে। তীব্র ট্রোলিংয়ে আপাতত তোলপাড় তাঁর সামাজিক মাধ্যম। দেবলীনা পরেছিলেন এক সাদা রঙের পোশাক, তাতে নকল ফুলের কাজ করা। সেই পোশাক দেখেই নেটিজেনদের একটা বড় অংশ তাঁর তুলনা করলেন উরফি জাভেদের সঙ্গে। শুধু কি তাই? শুনতে হল তীব্র কটাক্ষ। একজন লেখেন, “কদাকার কুৎসিত লাগছে।” আর একজন লেখেন, ” ফ্যাশন নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করেননি। যেটা বহন করতে পারেন না, সেটা পরেন ক্যানো?” যদিও দেবলীনা এ নিয়ে মোটেও ভাবিত না। যা ভাল লেগেছে, তাই পরে সকলের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

পরিচালক তথাগতের সঙ্গে বিচ্ছেদ হয়েছে দেবলীনা। সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি করতে চলেছেন তিনি। এর আগে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন টিভিনাইন বাংলায়। তিনি বলেন, “আমার ন’বছরের বৈবাহিক জীবনটা খুব ভাল ছিল। আমি কেবল আনন্দটুকু ছেঁকে নিয়েছি সেখান থেকে। ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি পুরোটা। এর জন্য একজন মনোচিকিৎসকের কাছেও আমি যেতাম।”

আবারও কি বিয়ে করবেন তিনি? তা নিয়েও মুখ খুলেছিলেন এই নায়িকা তিনি বলেন, “একেবারেই না। এক্কেবারে না। কনফার্মড, না। বিয়ে করব না। আমি এখন সেল্ফ লাভে আছি। নিজেকে ও নিজের জীবনটাকে পুরোপুরি উপভোগ করছি। এর কারণ আমার সঙ্গে তথার কেবলই ভাল স্মৃতি রয়েছে। নেগিটিভিটি, বিটারনেসের কোনও জায়গা নেই…”।