অভিষেকের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য়ে অস্বস্তি! পরিচালককে কী বলেছিলেন করিনা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 7:23 PM

২০০০ সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন করিনা কাপুর খান। সেই একই ছবি মাধ্যমে বলিপাড়ায় কেরিয়ার শুরু অভিষেক বচ্চনেরও। আর প্রথম ছবিতেই ছক্কা। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি।

অভিষেকের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য়ে অস্বস্তি! পরিচালককে কী বলেছিলেন করিনা?

Follow Us

২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন করিনা কাপুর খান। সেই একই ছবি মাধ্যমে বলিপাড়ায় কেরিয়ার শুরু অভিষেক বচ্চনেরও। আর প্রথম ছবিতেই ছক্কা। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি। হিসাব বলছে বছরে সেরা বানিজ্যিক ছবির তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল অভিষেক-করিনার প্রথম ছবি ‘রিফিউজি’।

প্রথম ছবিতেই অভিষেকের সঙ্গে করিনাকে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। যা নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন নায়িকা। তাঁর মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অভিনেত্রী সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, অভিষেককে তিনি নিজের ভাইয়ের মতো মনে করেন। তাই তিনি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেননি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার জন্য।

ইন্টারভিউয়ের শেষে সিমি একটি ভিডিয়ো দেখিয়েছিলেন সেই পর্বে। যেখানে দেখা যায় করিনার প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। নায়ক জানিয়েছিলেন, করিনাকে তিনি খুবই পছন্দ করেন। মজা করে নায়ক বলেছিলেন, করিনার কারণেই তাঁর প্রথম রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে সমস্যা হয়েছিল। শুটিংয়ের সময় করিনা অভিষেককে বলেছিলেন, সেটিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম রোম্যান্টিক দৃশ্য। উল্লেখ্য, শেষে নায়ক-নায়িকা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছিলেন। তাঁদের সমীকরণ দর্শকের বেশ ভালও লেগেছিল।

Next Article