Rimjhim Mitra: রিমঝিম পাল্টালেন সমর্থন! জয় বাংলা বলে তিনটে সবুজ হার্ট করলেন পোস্ট, অভিনেত্রীকে ধুয়ে দিচ্ছেন নেটিজ়েনরা
Rimjhim Mitra: এই কমেন্টের মাঝে রিমঝিমের কাছে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন একজন অভিনেত্রীও। তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছেন, "কী ব্যাপার গো? জানিও সময় হলে..."। রিমঝিমও লিখেছেন, "বলব।"
“কী লাভ হল এত ভয় দেখিয়ে, ব্ল্যাকমেইল করে? ভগবান আছেন। জয় বাংলা,” তারপরই তিনটে সবুজ রঙের হৃদয় শেয়ার করেছেন অভিনেত্রী রিমঝিম মিত্র। জয় বাংলা এবং এই তিনটে সবুজ হার্ট ইমোজি পোস্ট করাতেই রিমঝিমকে কমেন্টে-কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজ়েনদের একটা বড় অংশ। একদা বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন রিমঝিম। হঠাৎই তাঁর মুখে তৃণমূলের জয়গানে অবাক হয়েছেন অনেকেই। কটাক্ষের সুরে কমেন্ট বক্সে মন্তব্য এসেছে ভূরি-ভূরি, “তুমি চটি চাটবে কোনওদিনও ভাবিনি। হয়তো আমি কিছু না। কিন্তু তোমার থেকে এক্সপেক্ট করিনি।” এমনও মন্তব্য এসেছে, “চটি চাটতে খুব মজা!” নেটিজ়েনদের একজন লিখেছেন, “একটা চোরের দল নিয়ে অভিনেত্রীর অহং! বাংলা এগিয়ে…”
রিমঝিমকে ব্যঙ্গ করে অনেকে অনেক কথা বলেছেন এই পোস্টে। বলা হয়েছে, অভিনেত্রী সফ্টওয়্যার আপগ্রেড করেছেন। হয়তো বিজেপিরই এক সমর্থক রিমঝিমের উদ্দেশে টাইপ করে লিখেছেন, “দলের উপর রাগ আমারও আছে, কিন্তু এমন পোস্ট তোমার কাছে আশা করিনি।” একজন বেশ রাগ করেই লিখেছেন, “এই সুবিধাবাদী রিমঝিম আর ২০২১-এর রিমঝিম দির মধ্যে আসলে কত তফাৎ!” রিমঝিমকে বিজেপির সমর্থন ছেড়ে তৃণমূলের জয়গান করতে দেখে একজন বলেই ফেলেছেন, “দিদি তুমিও! যাই হোক তুমি আজ ওই দলে। কিন্তু একদিন সেই একযোগে লড়াই করার কথাগুলো মনে পড়লে এই কথাগুলো খুব খারাপ লাগে! যা গে, কী আর বলব!”
এই কমেন্টের মাঝে রিমঝিমের কাছে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন একজন অভিনেত্রীও। তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছেন, “কী ব্যাপার গো? জানিও সময় হলে…”। রিমঝিমও লিখেছেন, “বলব।”