২০২৫ সালের শুরুটা যে খুব একটা ভাল ভাবে শুরু হয়নি তাঁর। সেটা সকাল সকাল নায়িকার পোস্টেই স্পষ্ট। অভিনেত্রী রণিতা দাসের মন ভারাক্রান্ত। বছরের শুরুতেই জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারালেন অভিনেত্রী। ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালের তাঁর অভিনীত বাহামণি চরিত্র এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। পর্দার বাহামণি প্রিয় দিদা নিরুপমা রায়কে হারিয়ে শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন দিদার ২২ দিনের কঠিন লড়াইয়ের কথা, যা পড়ে মন খারাপ নায়িকার অনুরাগীদেরও।
রণিতা জানান, তাঁর দিদা ১২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২২ দিনের লড়াইয়ের মধ্যে ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর গত শুক্রবার তাঁদের ছেড়ে চলে যান। দিদার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমার প্রিয় দিদা আর নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি।” তিনি আরও জানান, বড়দিন, জন্মদিন, এবং নতুন বছর দিদার সঙ্গে কাটানোর স্মৃতি তিনি সারাজীবন মনে রাখবেন। দিদার হাত ধরার মুহূর্তগুলো তাঁকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সেই ভালোবাসা আর যত্ন তাঁকে সবসময় পথ দেখিয়েছে।
রণিতা আবেগঘনভাবে লেখেন, “আমি দিদাকে খুব মিস করব। কিন্তু জানি, দাদু (মদনমোহন রায়) ওপারে অপেক্ষা করছেন। এখন তাঁর শান্তি সেখানেই। আমি গর্বিত এবং কৃতজ্ঞ যে আমি এই পরিবারের ঐতিহ্যের অংশ। দিদা আর দাদুর একমাত্র নাতনি হতে পেরে গর্বিত। সারাজীবন ওঁদের বাবু আর দাদু হয়ে থাকব। জানি ওপর থেকে ওঁরা আমায় রক্ষা করবে।