ছোট পর্দায় ফিরছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 20, 2024 | 4:13 PM

নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি জুটির 'অমর সঙ্গী' মাত্র কয়েক মাসেই হিট। ধীরে ধীরে গল্প জমছে। রাজ এবং শ্রী'র গল্প দর্শকের নজর কেড়েছে। গল্পে দেখা যাচ্ছে ধনী, প্রভাবশালী পরিবারের ছেলে রাজ নিজের জীবনের সত্যিটা শ্রী'র থেকে গোপন করে যাতে তার ভালবাসা সে না ফেরায়।

ছোট পর্দায় ফিরছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Follow Us

নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি জুটির ‘অমর সঙ্গী’ মাত্র কয়েক মাসেই হিট। ধীরে ধীরে গল্প জমছে। রাজ এবং শ্রী’র গল্প দর্শকের নজর কেড়েছে। গল্পে দেখা যাচ্ছে ধনী, প্রভাবশালী পরিবারের ছেলে রাজ নিজের জীবনের সত্যিটা শ্রী’র থেকে গোপন করে যাতে তার ভালবাসা সে না ফেরায়। কিন্তু বেশি দিন তা লুকিয়ে রাখতে পারেনি। বিয়ের আগেই সব বলে দেয়। নায়িকা মেনেও নেয় নায়কের সব কথা। এবার হল দুই পরিবারের মন জেতার লড়াই শুরু নায়ক নায়িকার। কিন্তু গল্পই কি এত সরল ভাবে চলে? গল্পে একটু টুইস্ট না থাকলে কি দর্শকের ভাল লাগে? তবে চিত্রনাট্যতে এল নতুন মোড়।

রাজ এবং শ্রী’র জীবনে আসতে চলেছে নতুন বিপদ। তৃতীয় ব্যক্তি আসতে চলেছে তাদের জীবনে। সেই তৃতীয় ব্যক্তির চরিত্রেই দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। আন্দাজ করা যায় অভিনেত্রীকে আবারও নেতিবাচক চরিত্রেই দেখবেন দর্শক। সম্প্রতি তাঁকে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে দেখেছেন দর্শক। ছোট পর্দার নায়িকা হিসাবে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তাঁর। তবে মাঝে অনেক দিন সিরিয়ালে দেখা যায়নি। বহু বছর পর এই চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন সৈরিতি। উল্লেখ্য, অমর সঙ্গী’তে অভিনেত্রীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তবে কোন দিকে মোড় নেবে এই চরিত্র তা এখনই খোলসা করতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু, রাজ ও শ্রীর মাঝে যে খানিক দূরত্ব তৈরি করবে এই চরিত্র তা বোঝাই যাচ্ছে।

Next Article