Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়

শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

মা হতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়
শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 14, 2021 | 12:04 PM

মা হতে চলেছেন অভিনেত্রী (Actress) শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় (Srabanti Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেগন্যান্সির ছবি শেয়ার করেছেন। ‘মাই প্রেগন্যান্সি জার্নি’ হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করেছেন অভিনেত্রী।

শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। আর কয়েক সপ্তাহের মধ্যেই অতিথির আগমন হবে, সে কথাও স্পষ্ট করে জানিয়েছেন। তাঁদেরকে এমন উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর পোস্টে ধরা পড়েছে তাঁর প্রকৃতি প্রেম। প্রকৃতি যেমন করে আমাদের ধরে রাখে, ঠিক তেমন ভাবেই নিজের ভিতরে এক প্রাণকে তিল তিল করে বড় করছেন তিনি।

শ্রাবন্তীকে যাঁরা পেশার খাতিরে চেনেন, অথবা তাঁকে সোশ্যালি ফলো করেন, তাঁরা জানেন তিনি ফিটনেস ফ্রিক। পেশার খাতিরে ফিট থাকা তাঁর কর্তব্য। প্রেগন্যান্সি পিরিয়ডেও শারীরিক ভাবে ফিট থাকছেন। একই সঙ্গে মনের সুস্থতার দিকেও নজর দিয়েছেন অভিনেত্রী। আপাতত ফোকাসে সন্তান এবং পরিবার। সন্তান জন্মের পর তাকে সময় দেওয়াই প্রায়োরিটি শ্রাবন্তীর। সন্তান একটু বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, মনে জোর রাখুন, ঝড় কখনও আজীবন থাকে না, বললেন সায়ন্তিকা