‘বিছানা, সোফা, সব জায়গাতেই আমি পারি…’, কোন কাজ যেখানে-সেখানে করতে পারেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। ২০২০ সালে লকডাউনের সময় কাঞ্চন, তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ীর মধ্যে ঝামেলাও হয় তাঁদের ত্রিকোণ সম্পর্কের কারণে। কাঞ্চনের আগে দু'বার বিয়ে হয়েছে। দ্বিতীয় বিয়ে থেকে এক ১০ বছরের সন্তানও আছে। এমন এক পাত্রকে মেনেও নিয়েছে শ্রীময়ীর পরিবার।

'বিছানা, সোফা, সব জায়গাতেই আমি পারি...', কোন কাজ যেখানে-সেখানে করতে পারেন শ্রীময়ী?
কাঞ্চন-শ্রীময়ী।
Follow Us:
| Updated on: Mar 01, 2024 | 11:37 AM

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ২৬ বছর বয়স। সম্প্রতি দামিনীর চরিত্রে অভিনয় করছেন খলনায়িকা হিসেবে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায় এক হিংসুটে মেয়ের চরিত্রে। সেই চরিত্রটি এত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শ্রীময়ী যে, তাঁর বলা সংলাপ ‘রাধে রাধে’ জনপ্রিয় হয়ে ওঠে। আগামী ৬ মার্চ অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে বিয়ে করতে চলেছেন শ্রীময়ী। গত ১৪ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইনস ডে এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছিল) তাঁদের আইনি বিয়েটা হয়ে গিয়েছে। তাই শ্রীময়ী এখন মিসেস মল্লিকও বটে।

এই শ্রীময়ী খুবই সুখী মানসিকতার মানুষ। কোনও ধরনের ঝঞ্ঝাট সহ্য করতে পারেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করেন না। শুটিং করেন। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর তাঁর প্রিয় কাজ হল ঘুম। এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছেন, “আমি তো যেখানে-সেখানে ঘুমিয়ে পড়তে পারি। বিছানা, সোফা, সব জায়গাতেই আমি পারি ঘুমিয়ে পড়তে। পাশে যদি জোরে-জোরে আওয়াজও হয় আমি নির্দ্বিধায় পারি ঘুমিয়ে পড়তে। আমার কোনও অসুবিধাই হয় না।” ডায়েটের ধার ধারেন না শ্রীময়ী। সকালে ডায়েট করতে বিকেলেই সেটে উপস্থিত চপ মুড়ি খেয়ে ফেলেন।

কাঞ্চন মল্লিকের চেয়ে ২৭ বছরের ছোট শ্রীময়ী। কাঞ্চন বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। ২০২০ সালে লকডাউনের সময় কাঞ্চন, তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ীর মধ্যে ঝামেলাও হয় তাঁদের ত্রিকোণ সম্পর্কের কারণে। কাঞ্চনের আগে দু’বার বিয়ে হয়েছে। দ্বিতীয় বিয়ে থেকে এক ১০ বছরের সন্তানও আছে। এমন এক পাত্রকে মেনেও নিয়েছে শ্রীময়ীর পরিবার। শ্রীময়ী বলেছেন, “কাঞ্চনের অতীত নিয়ে আমার পরিবার এক্কেবারেই ভাবিত নয়। তাঁদের কাছে আমাদের ভাল থাকাই শেষ কথা।”