রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে সেটেই আহত অভিনেত্রী সুস্মিতা দে, মস্করা হল খুব

Sneha Sengupta |

Feb 07, 2024 | 10:10 AM

Sushmita Dey-Kotha: কথায়-কথায় ব্যথা পান 'কথা' ওরফে সুস্মিতা। তাঁর আঙুল কেটে গিয়েছে, নখ উপরে গিয়েছে সম্প্রতি। তাই নিয়ে বেশ রঙ্গ তামাশা হচ্ছে সেটে। রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কী করে নায়িকা পড়ে যেতে পারেন, তাই নিয়ে সুস্মিতার বেশ লেগপুলিংও চলে সেটে। যদিও বিষয়টাতে বেশ মজাই পান সুস্মিতা। উপভোগ করেন সবটা।

রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে সেটেই আহত অভিনেত্রী সুস্মিতা দে, মস্করা হল খুব
সুস্মিতা দে।

Follow Us

রোম্যান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে সেটেই আহত হয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। ‘কথা’ নামের একটি ধারাবাহিককে অভিনয় করছেন তিনি। সেখানে তিনি অসম্ভব গাছপ্রেমী। নায়কের অমতে তাঁর সঙ্গে বিয়ে হয়েছে সুস্মিতা, থুড়ি পর্দার কথার। সেই চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। অনিচ্ছা থাকা সত্ত্বেও ‘গোবরদেবী’, তথা সুস্মিতাকে পর্দায় বিয়ে করতে বাধ্য হয়েছেন সাহেব। তাই নিয়ে এগিয়ে চলছে গল্প। এদিকে বেশকিছু রোমান্টিক দৃশ্যের শুটিংও করা হয়ে গিয়েছে এই অনস্ক্রিন জুটির। এক সাক্ষাৎকারে সাহেব সম্প্রতি জানিয়েছেন, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পান সুস্মিতা।

কথায়-কথায় ব্যথা পান ‘কথা’ ওরফে সুস্মিতা। তাঁর আঙুল কেটে গিয়েছে, নখ উপরে গিয়েছে সম্প্রতি। তাই নিয়ে বেশ রঙ্গ তামাশা হচ্ছে সেটে। রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কী করে নায়িকা পড়ে যেতে পারেন, তাই নিয়ে সুস্মিতার বেশ লেগপুলিংও চলে সেটে। যদিও বিষয়টাতে বেশ মজাই পান সুস্মিতা। উপভোগ করেন সবটা।

এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় করছেন সাহেব। নিজের অনিচ্ছা সত্ত্বেও নায়িকাকে বিয়ে করতে হয়েছে তাঁকে। বাস্তবেও কি সেরকমই অনিচ্ছা থাকবে অভিনেতার? সাহেব জানিয়েছেন, পর্দায় যা দেখা যাচ্ছে, বাস্তবেও খানিকটা তাই-ই। স্পষ্টই বলেছেন, “আমার বিয়েতে অনিচ্ছাই…”

Next Article