রামপ্রসাদ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক মাধ্যমে বাংলা বিনোদন জগতে পা রেখেছিলেন তিয়াসা। কৃষ্ণাঙ্গ মহিলাদের লড়াইকে ছোট পর্দায় তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। তারপর তাঁকে দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। এই মুহূর্তে একটি ক্যামিও চরিত্রের অফার পেয়েছেন তিয়াসা। প্রথমে শুনেই ‘না’ বলে দিয়েছিলেন তিয়াসা।
কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন তিয়াসা। হঠাৎ কেন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন? এমন প্রশ্ন উঠতেই পারে অনেকের মনে। সেই প্রশ্ন প্রথমে উঁকি দিয়েছিল তিয়াসার মনেও। কিন্তু তাঁকে রাজি করানো হয়েছে সেই চরিত্রে অভিনয় করার জন্য। চরিত্রটি বেশ দমদার। চলতি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে আগমন ঘটেছে রানী ভবানীর। সেই ভবানীর চরিত্রেই রাজকীয় বেশে তিয়াসা। এক্কেবারে অন্য অবতারে অভিনেত্রী। এমন রূপে তাঁকে আগে কেউই কখনও দেখেনি।
এক সাক্ষাৎকারে তিয়াসা বলেছেন, “এই চরিত্রটা আমি প্রথমে করতে রাজি ছিলাম না। চরিত্রটি ক্যামিও। কিছুদিনের জন্যই আমাকে পর্দায় দেখা হবে এই ধারাবাহিকে। তাই প্রথমে অরাজি ছিলাম। জানতাম না চরিত্রের গুরুত্ব। তবে যখন দেখলাম চরিত্রটি এক রানীর, রাজি হয়ে যাই। রানী সাজতে কে না ভালবাসেন? আমারও অনেকদিনের ইচ্ছা ছিল…”