দেখা মাত্রই ‘বিশ্রী’ বলেছিলেন রাজেশ খান্না, পরে সেই নায়িকাই হলেন বলিউড কুইন, জানেন কে?
রাজেশ খান্না তখন সুপারস্টার। তাঁর এক কথায় ওঠাবসা করে গোটা বলিউড। প্রযোজক,পরিচালককে ছাপিয়ে রাজেশই ঠিক করতেন, তাঁর ছবির নায়িকা কে হবেন। তবে শুধু নায়িকাই নয়, ছবির অন্যান্য চরিত্রের জন্যও অভিনেতা বাছাই করতেন রাজেশ নিজেই।

রাজেশ খান্না তখন সুপারস্টার। তাঁর এক কথায় ওঠাবসা করে গোটা বলিউড। প্রযোজক,পরিচালককে ছাপিয়ে রাজেশই ঠিক করতেন, তাঁর ছবির নায়িকা কে হবেন। তবে শুধু নায়িকাই নয়, ছবির অন্যান্য চরিত্রের জন্যও অভিনেতা বাছাই করতেন রাজেশ নিজেই। আর সেই ক্ষমতা বলেই রাজেশ এক ছবি থেকে বাদ দিয়েছিলেন এক অভিনেত্রীকে। যিনি পরে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন। জানেন তিনি কে?
বলিউডের এক গসিপ ম্য়াগাজিনে আসে এই ঘটনা। তখন পদ্মিণী কোলাপুরি শিশুশিল্পী হিসেবে বলিউডে অডিশন দিচ্ছেন, নানা সিনেমার জন্য। সালটা ১৯৭৭। সেই সময়ই রাজেশ খান্নার চলতা পুরজা ছবির অডিশনের জন্য ডাক পান পদ্মিণী। সময় মতো স্টুডিওতে পৌঁছন। অডিশনও হয়। কিন্তু সেই অডিশন দেখে তৎক্ষণাৎ পদ্মিণীকে বাতিল করেন রাজেশ খান্না। পরে জানা যায়, পদ্মিণীকে দেখে নাকি তিনি বলেছিলেন বিশ্রী দেখতে! আসলে পদ্মিণীর তখন মুখ ভর্তি দাগ। আর সেই দাগই অপছন্দ হয়েছিল রাজেশের। সেই কারণেই নাকি বাতিলের সিদ্ধান্ত। ঠিক ১৯৭৮ সালে মুক্তি পায় রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবি। নজর কাড়েন ছোট্ট পদ্মিণী। যাকে বাতিল করেছিলেন রাজেশ খান্না, সেই নায়িকাই প্রিয় হয়ে ওঠেন রাজ কাপুরের।
এরপর ১৯৮২ সালে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পদ্মিণী অভিনয় করেন প্রেমরোগ সিনেমায়। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে এই ছবি। রাতারাতি বলিউডের কুইন হয়ে ওঠেন পদ্মিণী। এরপরে অবশ্য অন্য ছবিতে রাজেশের সঙ্গে অভিনয় করেছিলেন পদ্মিণী। তাঁদের জুটিও হয়েছিল প্রশংসিত।





