ধর্মের কল আদারের বাতাসে, অর্ধেক অধীশ্বর করণের

Oct 21, 2024 | 1:19 PM

Dharma Production: আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন সেরিন প্রোডাকশন করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ৫০ শতাংশ শেয়ার ১০০০ কোটি টাকায় কিনে নেবে বলেই খবর। আদারের সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয় সামনে এনেছে। 

ধর্মের কল আদারের বাতাসে, অর্ধেক অধীশ্বর করণের

Follow Us

করণ জোহরের প্রযোজনা সংস্থা নাকি বিক্রি হতে চলেছে। কিছুদিন আগেই এমনই এক খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল আর্থিক সঙ্কটের কারণেেই নাকি করণ জোহর নিজের প্রযোজনা সংস্থা ধর্ম-র বেশ কিছু শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। আদার পুনওয়ালার হাতে এবার গেল এই প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব। আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন সেরিন প্রোডাকশন করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ৫০ শতাংশ শেয়ার ১০০০ কোটি টাকায় কিনে নেবে বলেই খবর। আদারের সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয় সামনে এনেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করণ জোহর এই সংস্থার ৫০ শতাংশেক মালিক থাকার দরুণ তিনি চেয়ারম্যানের পদেই বহাল থাকবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বেশ কিছুদিন ধরেই ধর্ম প্রযোজনা সংস্থার ওপর নজর ছিল নাকি রিলায়েন্সের। তারা এই সংস্থার একটি বড় অংশ নাকি কেনার পরিকল্পনা করেছিল। করণের প্রযোজনা সংস্থার আর্থিক সমস্যার কারণেই কি এই সিদ্ধান্ত! প্রশ্ন তুলেছিলন একশ্রেণি। করণ জোহরকে দেখাও গিয়েছে নাকি রিলায়েন্সের অফিসে। তবে সেই জল্পনা সত্যি হল না। এবার মোটা টাকায় সেই প্রযোজনা সংস্থার ৫০ শতাংশের মালিক হতে চলেছেন আদার।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা যা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য জমিয়ে রখেছে। যশ জোহরের হাত ধরে ১৯৭৯ সালে এই প্রযোজনা সংস্থার জন্ম। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর সংস্থার ভার কাঁধে তুলে নিয়েছিলেন করণ জোহর। যদিও খবর এই সিদ্ধান্ত নাকি আরও ভাল ছবি, সিরিজ, কনটেন্ট দর্শকদের উপহার দেওয়ার জন্যই নেওয়া। এই চুক্তির ফলে আরও অনেক উন্নত মানের কাজ দর্শকদের উপহার দেওয়া যাবে বলেই আশাবাদী দুই পক্ষ।

Next Article