এমনটা যে কেউ করতে পারেন ভাবতেই পারছেন তাঁর ভক্তরা। আপাত শান্ত ছেলেটার কী এমন হল যে করতে হল এমন ব্যবহার। যার বাবা উদিত নারায়ণ, যিনি নিজেও একজন খ্যাতনামা সঙ্গীতশিল্পী তিনি কিনা এমনটা করতে পারলেন? প্রশ্ন তুললেন সকলে। কাকে ঘিরে হচ্ছে আলোচনা? তিনি আর কেউ নন, আদিত্য নারায়ণ। সম্পর্কে যিনি উদিত নারায়ণের একমাত্র সন্তান। সম্প্রতি ছত্রিশগড়ে তাঁর এক শো ছিল, সেই শো-তে গিয়েই তিনি ভক্তের যা ব্যবহার করলেন তা দেখে রীতিমতো আঁতকে উঠছে তাঁর ভক্তরা। মঞ্চে আদিত্যকে দেখা মাত্রই লাগামছড়া আনন্দে মেতে ওঠেন তাঁর ভক্তরা। সকলেই ফোন এগিয়ে দেন সেলফি নেওয়ার জন্য।
আদিত্য তখন ‘ডন ৩-এর গান গাইছিলেন। আচমকাই দেখা গেল, এক ভক্তের হাতে মাইক দিয়ে মেরে, সেই ভক্তেরই ফোন কেড়ে নিয়ে তা ছুড়ে ফেলে দিলেন তিনি! ‘এ ও কী সম্ভব’– অবাক সকলে। সামাজিক মাধ্যমে নিন্দের ঝড়। একজন লিখেছেন, “এত কদর্য ব্যবহার আমি জীবনে দেখিনি। আপনার লজ্জা হওয়া উচিৎ। ছিঃ! এমনটা কী করে করতে পারেন আপনি?” আর একজন লিখেছেন, “হতে পারে তিনি অতি উৎসাহী হয়ে পড়েছিলেন। তাই বলে আপনি এমনটা কী করে করতে পারেন? ওঁর কী দোষ? উনি তো আপনার ভক্ত।” এই ঘটনায় আদিত্য যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেননি।
দেখে নিন সেই ভিডিয়ো