একই জায়গা, রয়েছে টলি কানেকশনও, আমন্ত্রিতদের অনেকেও একই। অমিল একটাই। সেবার ছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এবার পাত্র-পাত্রী আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন কলকাতার যে বিলাসবহুল হোটেলে হয়েছিল সেই একই হোটেলে অনুষ্ঠিত হল আদৃত-কৌশাম্বীর রিসেপশনের অনুষ্ঠান। নিরাপত্তারক্ষী, ড্রাইভার ও সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ– কাঞ্চন-শ্রীময়ীর বিয়েতে লেখা ছিল এমনটাই। ওই একই হোটেলের দোরগোড়ায় এবারেও কি দেখা গেল এমন কিছু?
না, কাঞ্চন-শ্রীময়ী পথে হাঁটেননি তাঁরা। বরং অত ব্যস্ততার মধ্যেও বর-কনে বেরিয়ে এসে কথা বললেন পাপারাৎজির সঙ্গে। হাসিমুখে পোজও দিলেন তাঁরা। তাঁদের রিসেপশনের লুক দেখে হতবাক ভক্তরা। সাদা পোশাকে সেজেছিলেন দু’জনেই। পোশাকে ছিল রঙমিলান্তি। নববধূর সিঁথি রাঙা, জড়িয়ে ধরে স্ত্রী কৌশাম্বীর সঙ্গে ছবি তুলতে আর যেন সঙ্কোচ নেই আদৃতের। গত ৯ মে হাওয়ার এক ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। গোটা মিঠাই পরিবার হাজির ছিলে সেখানে। এখানেও ঘটল তেমনটাই। বিয়ে মিটেছিল ভালভাবেই। রিসেপশনও মিটল ঠিকঠাক। নতুন যাত্রা শুরু করলেন ওঁরা। ওঁদের আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা।