নতুন একটি থ্রিলারে জুটি বাঁধছেন আফতাব শিবদাসানি এবং পরিচালক নীরজ পান্ডে

রণজিৎ দে |

Feb 15, 2021 | 4:39 PM

পরিচালক নীরজ পান্ডে এবং ফ্রাইডে স্টোরিটেলারের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আফতাব শিবদাসানি। ‘স্পেশ্যাল অপস ইউনিভার্স’ওয়েব সিরিজের নতুন একটি স্পাই-থ্রিলারে আফতাবকে নিয়েছেন তাঁরা।

নতুন একটি থ্রিলারে জুটি বাঁধছেন আফতাব শিবদাসানি এবং পরিচালক নীরজ পান্ডে
আফতাব শিবদাসানি

Follow Us

পরিচালক নীরজ পান্ডে এবং ফ্রাইডে স্টোরিটেলারের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আফতাব শিবদাসানি। ‘স্পেশ্যাল অপস ইউনিভার্স’ওয়েব সিরিজের নতুন একটি স্পাইথ্রিলারে আফতাবকে নিয়েছেন তাঁরা।

স্পেশ্যাল অপস’ গতবছর ডিসনি হটস্টারে দেখানো হয়েছিল। সিরিজটি যথেষ্ট সাড়া ফেলেছিল। ‘স্পেশ্যাল অপস’এর সিজন ২ বানাচ্ছেন নীরজ পান্ডে। তবে সিজন ২ কোনভাবেই সিক্যুয়েল নয়। বরং নতুন গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘স্পেশ্যাল অপস ১.দ্য হিম্মত স্টোরি’। এই নতুন সিরিজেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আফতাব। স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত খুশি। আফতাব বলেছেন “ নীরজ পান্ডের মত পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার কাছে খুব বড় ব্যাপার।‘স্পেশ্যাল অপস ইউনিভার্স’এর মত একটা শোএর অংশ হতে পেরে আমি সত্যি খুব রোমাঞ্চিত। পুরো সিরিজটা দর্শক হিসাবে দেখে আমি খুব উপভোগ করেছি, এখন সেই সিরিজে অভিনয় করতে পেরে খুব ভাল লাগছে।”

স্পেশ্যাল অপস ১.দ্য হিম্মত স্টোরি’র পটভূমি ২০০১ সালে। ‘র’এজেন্ট হিসাবে হিম্মত সিং কীভাবে তাঁর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে না না রকম ‘অপারেশন’ চালিয়েছেন, তা নিয়েই এই নতুন ওয়েব সিরিজ। আফতাবকে পেয়ে খুশি নীরজ। তিনি বলেন “ আফতাবকে পেয়ে আমাদের খুব ভাল লাগছে। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

আরও পড়ুন :পরিচালনা-প্রযোজনার পর এ বার নতুন ভূমিকায় করণ জোহর

স্পেশ্যাল অপস’ গত বছর মার্চ মাসে রিলিজ করেছিল। অভিনয় করেছিলেন কে কে মেনন, দিব্যা দত্ত, বিনয় পাঠক এবং আরও অনেকে। নতুন সিরিজে কে কে মেনন ছাড়া বাকিরা সবাই নতুন। তবে কাস্টিং এখনও জানা যায়নি। ‘স্পেশ্যাল অপস ১.৫’এর শুটিং সবেই শুরু হয়েছে।

Next Article