AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solanki-Vikram: ‘শহরের উষ্ণতম দিনে’ ‘নদী’র কাছে কোন ‘ইচ্ছে’র কথা জানালেন শোলাঙ্কি-বিক্রম

Solanki-Vikram: তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। শোলাঙ্কি টেলিভিশনে আরও ভাল ভাল কাজ করেছেন। বিক্রম সিনেমা, ডিজিটাল মাধ্যমে চুটিয়ে কাজ করছেন।

Solanki-Vikram: 'শহরের উষ্ণতম দিনে' 'নদী'র কাছে কোন 'ইচ্ছে'র কথা জানালেন শোলাঙ্কি-বিক্রম
পাঁচ বছর পর ফিরছেন শোলাঙ্কি-বিক্রম
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 10:55 PM
Share

বিকেল সাড়ে পাঁচটা। বছর পাঁচেক আগে এই সময়টা এক প্রকার প্রাইমটাইম ছিল দর্শকের কাছে। কারণ এই স্লটে দেখা যেত  মেগা ধারাবাহিক ‘ইচ্ছে নদী’। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতেন শোলাঙ্কি রায় (Solanki Roy) এবং বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) । তাঁদের রসায়ন দর্শকদের ভালবাসা কুড়িয়েছিল সেই সময়। তারপর কেটে গিয়েছে পাঁচটা বছর। শোলাঙ্কি টেলিভিশনে আরও ভাল ভাল কাজ করেছেন। বিক্রম সিনেমা, ডিজিটাল মাধ্যমে চুটিয়ে কাজ করছেন। শোলাঙ্কিও নাম লিখিয়েছেন বড় পর্দায় যীশু সেনগুপ্তের বিপরীতে ‘বাবা ও বেবি’ ছবি দিয়ে।

দুজনেই সিনেমা করলেও একসঙ্গে আর পাওয়া যায়নি। অবশেষে এবার টেলিভিশনের জনপ্রিয় অনস্ক্রিন জুটি শোলাঙ্কি-বিক্রম আসতে চলেছেন বড় পর্দায়। তাঁদের রসায়নকে আবার দর্শকদের কাছে পৌঁছে দিতে চলেছেন পরিচালক অরিত্র সেন। ছবির নাম ‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnotomo Dine)। ছবির প্রথম দিনের শুটিংয়ের ভিডিয়ো পোস্ট করেন দুইজনে তাঁদের সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাঁদের খুনসুঁটি আবার পাওয়া গিয়েছে। প্রথমেই কার নাম আগে যাবে সেই নিয়ে শুরু দুষ্টু-মিষ্টি লড়াই। শোলাঙ্কির দাবি বলতে হবে প্রথমে তাঁর নাম, বিক্রমেরও একই চাহিদা। কেউ কারও জায়গা ছাড়বেন না। আর এর মাঝে ডাক আসে তাঁদের শট দেওয়ার জন্য, যেখানে ডাকা হয় বিক্রম-শোলাঙ্কি বলে! মজার এই ভিডিয়ো থেকে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল কী গল্প নিয়ে তাঁরা আসছেন।

শুটিংয়ের বিরতিতি শোলাঙ্কি সেট থেকে নানা ধরনের রিলস পোস্ট করছেন। আজ আবার দুইজনে একসঙ্গে করেছেন একটি পোস্ট। যা তাঁদের প্রথম কাজের স্মৃতিকে দিল উসকে! কোনও এক নদীর পারে বসে দুইজনে ঘনিষ্ঠ হয়ে। সেই ছবির সঙ্গে দিয়েছেন ক্যাপশন, “কলকাতা-প্রেমের শহর, মায়ার শহর, প্রতিশ্রুতির শহর। তাই ফিরে আসে সবাই বারবার তারই টানে! অপেক্ষায় থেকো…..”। দর্শক রয়েছেন তাঁদের জুটির রসয়ানে কোন উষ্ণতা পাবেন, তা দেখা জন্য।