ফের প্রেমে পড়েছেন ধনুষ! জানেন দক্ষিণী তারকার নতুন প্রেমিকা কে?
এবার ধনুষের সঙ্গে নাম জড়াল ইন্ডাস্ট্রির বেশ নতুন নায়িকার। শোনা যাচ্ছে , এই নায়িকার সঙ্গে নাকি বেশ সিরিয়াস সম্পর্কে জুড়েছেন 'রাঞ্ঝানা' নায়ক।

মাঝে মধ্যেই প্রেমের গুঞ্জনে ঢুকে পড়েন দক্ষিণী সুপারস্টার ধনুষ। ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই, ধনুষকে নিয়ে নানা জল্পনা ঘোরা ফেরা করে ফিল্মি পাড়ায়। আর এবার ধনুষের সঙ্গে নাম জড়াল ইন্ডাস্ট্রির বেশ নতুন নায়িকার। শোনা যাচ্ছে , এই নায়িকার সঙ্গে নাকি বেশ সিরিয়াস সম্পর্কে জুড়েছেন ‘রাঞ্ঝানা’ নায়ক।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ফিল্মিপাড়ায় নতুন গুঞ্জন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে নাকি প্রেম করছেন ধনুষ। আর দক্ষিণী নায়কের প্রেম এতটাই গভীর যে ম্রুণালকে ২৪ ঘণ্টা চোখে হারাচ্ছেন তিনি।
কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?
সম্প্রতি ম্রুণালের তারকা খচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধনুষ। আর সেখানেই ধনুষকে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অফ সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বই পৌঁছে ছিলেন ধনুষ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধনুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ।
