‘আমি মুখ খুললে পরিবার ভেঙে যাবে…’, শাহরুখের কোন গোপন কথা ফাঁস করতে চান ‘দাবাং’ পরিচালক?
এই দুই খানের জন্যই বলিউডে তিনি জায়গা করে উঠতে পারছেন না। এর আগে সলমনকে মস্তান হিসেবে দাগিয়ে দিয়েছিলেন অভিনব। আর এবার শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। পরিচালকের কথায়, শাহরুখের ব্যক্তিগত জীবনের এমন কিছু সিক্রেট তিনি জানেন, যা সামনে আসলে শাহরুখ পরিবারে ভাঙন আসতে পারে!

প্রথমে সলমন খান, আর এবার শাহরুখ খান! দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলিউডের তিন খানজাদাদের নিয়ে। মূলত, তাঁর অভিযোগ সলমন খান ও শাহরুখ খানকে নিয়েই। অভিনবের কথায়, এই গুই খানই তাঁর কেরিয়ার নষ্টের নেপথ্যে রয়েছেন। এই দুই খানের জন্যই বলিউডে তিনি জায়গা করে উঠতে পারছেন না। এর আগে সলমনকে মস্তান হিসেবে দাগিয়ে দিয়েছিলেন অভিনব। আর এবার শাহরুখকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। পরিচালকের কথায়, শাহরুখের ব্যক্তিগত জীবনের এমন কিছু সিক্রেট তিনি জানেন, যা সামনে আসলে শাহরুখ পরিবারে ভাঙন আসতে পারে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন অভিনব। পরিচালক বলেন, এই বলিউডে শাহরুখ ও সলমনের লবি চলে। এই লবিতে না থাকলেই বিপদ। শাহরুখকে নিয়ে আমি একটা ছবি করতে চেয়েছিলাম। কিন্তু ওর প্রযোজনা থেকে করিনি বলে, আমাকে আর ছবিটা করতেই দেয়নি। সলমন বলিউডের গুন্ডা আর শাহরুখ হল চোর। লোকের থেকে আইডিয়া চুরি করে শাহরুখ।
এরপরই শাহরুখের বিরুদ্ধে বোমা ফাটান দাবাং পরিচালক। অভিনব জানান, শাহরুখের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানি, যা প্রকাশ্যে আনলে ওর পরিবার ভেঙে যাবে। সেটা আমি চাই না বলেই চুপ করে আছি। শাহরুখ যদি নিজেকে শুধরে নেয়, তাহলে ভাল হয়। নাহলে সমস্যা বাড়বে। তবে হ্যাঁ, সলমনের মতো অসভ্য নয় শাহরুখ। শাহরুখ যা করেন তা একেবারে চুপি চুপি। খুবই ধূর্ত মানুষ হলেন শাহরুখ।
