‘আমি বোকা নই, ন্যাকাও নই…’, লড়াই কাল? প্রশ্নের মুখে অনির্বাণের অভিনয়?
এই বিবাদ নিয়ে গত কয়েকদিন ধরেই মুখ খুলেছিলেন অনির্বাণ। টলিপাড়ার নানা সমস্যার মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সদ্য তৈরি করেছেন তিনি নিজের নতুন গানের দল 'হুলিগানিজম'। তার প্রথম গান ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। এবার সেই অ্যালবামের দ্বিতীয় গানের কাজ শুরু হওয়ার কথা ছিল।

ফের বিপাকে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মিউজিক ভিডিয়ো শুটে এবার বাধা দেওয়া হল অভিনেতাকে। সোমবার যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই মিউজিক ভিডিয়োর শুট হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার রাতেই অভিনেতাকে জানিয়ে দেওয়া হয় টেকনিশিয়ানরা আসতে পারবেন না। বেশকিছু মাস ধরেই ফেডারেশন ও পরিচালকের মধ্যে বিবাদের খবর সামনে উঠে আসতে দেখা গিয়েছিল। যেখানে একাধিকবার শোনা যায় ফেডারেশন-এর বেশ কিছু বিধিনিষেধ নিয়ে সমস্যার কথা, যা আগেই জানিয়েছিলেন পরিচালকদের একাংশ। একাধিক বিষয় নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। এই মামলা যাঁরা করেছেন, তাঁদের মধ্যে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও অন্যান্যরা।
এই বিবাদ নিয়ে গত কয়েকদিন ধরেই মুখ খুলেছিলেন অনির্বাণ। টলিপাড়ার নানা সমস্যার মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সদ্য তৈরি করেছেন তিনি নিজের নতুন গানের দল ‘হুলিগানিজম’। তার প্রথম গান ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। এবার সেই অ্যালবামের দ্বিতীয় গানের কাজ শুরু হওয়ার কথা ছিল। তা না হওয়ায় আবারও মিডিয়ার সামনে মুখ খুললেন অনির্বাণ।
অনির্বাণের কথায়, “যখন মাস তিনেক কাজ দেওয়া হয় না, ডাকা হয় না, তখন বুঝে নিতে হয়, অভিনয় কেরিয়ারে আমার চাটি-বাটি উঠে গেল। আমাকে এখনও পর্যন্ত কেউ কোনও সিরিজে, ছবিতে অভিনয় করতে বলেনি। আদালতে যাওয়ার পর থেকেই এটা বুঝতে পারলাম। তবে অভিনয় তো আমি করবই। এটা করতে না ক্যামেরা লাগে, না অন্য কিছু লাগে। অভিনয় করতে শুধুই আমাকে লাগে, আর সামনে কিছু দর্শক লাগে। অভিনয় করা বন্ধ হবে না। আদালতের বিষয়টা হচ্ছে, এটা ন্যায্য দাবির জন্যে একটা লড়াই, এটা আমরা যতদিন পারব, চালিয়ে যাব। তবে সারা জীবন যে চালিয়ে যেতে পারব, তা বলতে পারছি না। তবে অভিনয় চালিয়ে যেতে পারব। আমি একজন চলচ্চিত্র কর্মী। আমি এটাই তো করতে চাই। শিল্পীর সঙ্গে একটা আদর্শ থাকে, দর্শণ থাকে, নীতিবোধ থাকে, এত বছর কাজ করার পর দেখছি, আমার শিল্পী সত্ত্বার সঙ্গে একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। আমি বোকা নই, ন্যাকাও নই, আমি জানি এটার কনসিকুয়েন্স রয়েছে। ”
এই একই প্রসঙ্গে আবারও সরব হলেন পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। TV9 বাংলাকে তিনি বললেন, “আমরা এখনও পর্যন্ত আদালতে আছি, আমাদের আরেকটা শুনানি আসছে। আমাদের যে লড়াই, চেষ্টা করব সেটা চালিয়ে যাওয়ার। আপনারা বুঝতেই পারছেন যে, আমরা অসহযোগিতার কারণে কাজ করতে পারছি না। আমাদের মাটিতে, আদালতে এই লড়াই চালিয়ে যেতেই হবে। কাউকে এসে আমাদের একটু বুঝিয়ে যেতে হবে– ‘তোমরা পাপী, অপরাধী, তোমরা মারাত্মক অন্যায় করেছো’। আমার মাস্টারমশাইরা আমায় ছোটবেলা থেকে শিখিয়ে এলেন, প্রশ্ন করো। এখন প্রশ্ন করে দেখলাম, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।”
