‘সাইয়ারা’র আহানকে মন দিয়েছিলেন সুহানা খান! কেন ভাঙল সেই প্রেমের সম্পর্ক?
তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন।

বক্স অফিসে এখন সাইয়ারা ঝড়। প্রথম সপ্তাহেই রেকর্ড ব্যবসা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এই ছবি। ইয়ং জেন এই প্রেমের ছবির ম্যাজিকে একেবারেই কাবু। ঠিক এই সময়ই ভাইরাল হল, সাইয়ারা প্রেমিক আহান পাণ্ডে ও সুহানার ভাইরাল ভিডিও।
ব্য়াপারটা খোলসা করে বলা যাক। তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সেই সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।
শোনা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাঁদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি। গুঞ্জনে রয়েছ, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পাণ্ডে। আহানের হাত ধরে যে বলিউডে নতুন সুপারস্টারের জন্ম হয়েছে, সে কথা স্পষ্ট বক্স অফিসের ব্যবসায়।
View this post on Instagram
