‘সাইয়ারা’ আহান পাণ্ডেকে ছবি থেকে বাদ দিয়েছিলেন আদিত্য চোপড়া! সেই নায়কই এখন বলিউডের নতুন ঘোড়া! কী ঘটেছিল?
নায়ক হিসেবে একেবারে নতুন আহান পাণ্ডে রীতিমতো বলিউডের নতুন সুপারস্টার। আহানকে তো অনেকেই দ্বিতীয় রণবীর কাপুর ও রণবীর সিং নামের তকমা দিয়ে ফেলেছেন।

বক্স অফিসে ইতিমধ্য়েই ২৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পরিচালক মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। আহান পাণ্ডে ও অনিত পাড্ডা জুটি এখন ন্য়াশনাল ক্রাশ। একটা আদ্যপান্থ প্রেমের ছবির যে এতটা সাফল্য এনে দেবে তা আগে থেকে কেউ আন্দাজ করতে পারেননি। অন্যদিকে, নায়ক হিসেবে একেবারে নতুন আহান পাণ্ডে রীতিমতো বলিউডের নতুন সুপারস্টার। আহানকে তো অনেকেই দ্বিতীয় রণবীর কাপুর ও রণবীর সিং নামের তকমা দিয়ে ফেলেছেন। কিন্তু জানেন কি এই সুপারহিট নায়কেই পাঁচ বছর আগে ছবি থেকে বাদ দিয়েছিলেন প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটিয়ে ছিলেন যশরাজ ফিল্মসের কর্ণধার।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সাইয়ারা হিট হওয়ার পর এক সাক্ষাৎকারে এই ঘটনার কথাই উল্লেখ করলেন ছবির পরিচালক মোহিত সুরি। মোহিত জানালেন, আহান প্রথম থেকেই চেয়েছিল যশরাজ ব্য়ানার থেকে যেন তাঁর কেরিয়ার শুরু হোক। তা নিয়ে বহু আগে থেকেই নানা চেষ্টায় ছিল আহান। করোনা পর্বের আগে একটা ছবির কথাও ছিল। আদিত্যর সঙ্গে তা নিয়ে আহানের কথাও হয়। কিন্তু করোনার কারণে সেই প্রোজক্ট বন্ধ হয়ে যায়। তার কয়েক বছর পর আহানকে, আদিত্যকে ফোন করে জানিয়েছিলেন অন্য কোনও প্রোডাকশনে চেষ্টা করতে। আহানের জন্য আপাতত কোনও চিত্রনাট্যে নেই।
মোহিত আরও বলেন, ”আসলে আহানের কপালে যশরাজ ব্যানারই লেখা ছিল। আর সেটাই হল। যখন সাইয়ারা ছবির প্ল্যান হচ্ছিল, তখন আহানের সঙ্গে আলাপ হয়। প্রথমে ভেবেছিলাম, আহান হয়তো অভিনয় করতে পারবে না। পরে বুঝতে পারি, আহান কতটা পরিণত অভিনেতা। আর সেটাই এখন প্রমাণ দিচ্ছে বক্স অফিস। ”
